একদিনে ডেঙ্গু আক্রান্ত ৪৩০ জন
প্রকাশিত:
২৭ আগস্ট ২০২৫ ১৬:৫৪
আপডেট:
২৭ আগস্ট ২০২৫ ২১:১৫

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৩০ জন। তবে এ সময়ে কারও মৃত্যু হয়নি।
বুধবার (২৭ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ডেঙ্গু না ভাইরাল জ্বর হয়েছে, বুঝবেন কীভাবে?
জলবায়ু পরিবর্তনের জেরে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, বলছে গবেষণা
বিজ্ঞাপন
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের মধ্যে বরিশাল বিভাগে ১২০ জন, চট্টগ্রাম বিভাগে ৭৩ জন, ঢাকা বিভাগের অন্যান্য জেলায় ৬৭ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৭ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৬৪ জন, খুলনায় ২৬ জন, ময়মনসিংহে ৭ জন ও রাজশাহী বিভাগে ৩১ জন এবং রংপুর বিভাগে ৫ জন ডেঙ্গু রোগী রয়েছেন।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ১১৮ জনের মৃত্যু হয়েছে এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ২৯ হাজার ৯৪৪ জন।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: