চলে গেলেন বলিউড কিংবদন্তি দিলীপ কুমার
প্রকাশিত:
৭ জুলাই ২০২১ ১৫:৫০
আপডেট:
৩ আগস্ট ২০২৫ ১৭:৪৫

না ফেরার দেশে বলিউডের বর্ষীয়ান অভিনেতা কিংবদন্তি দিলীপ কুমার। বুধবার (০৭ জুলাই) সকালে মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি।
তার বয়স হয়েছিল ৯৮ বছর। দিলীপ কুমারের চিকিৎসার তত্ত্বাবধানকারী মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালের পালমোনোলোজিস্ট ডা. জলিল পার্কার গণমাধ্যমকে তার মৃত্যুর খবর নিশ্চিত করেন। খবর বিবিসির।
সকাল ৮টার কিছুক্ষণ পর দিলীপ কুমারের ভেরিফায়েড টুইটার পেজ থেকে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়।
ছয় দশকের ক্য্যারিয়ারে তিনি ৬৩টি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তার স্ত্রী মুম্বাই চলচ্চিত্রের আরেক অভিনেত্রী সায়রা বানু।
সম্পর্কিত বিষয়:
দিলীপ কুমার
আপনার মূল্যবান মতামত দিন: