5220

01/12/2026 চলে গেলেন বলিউড কিংবদন্তি দিলীপ কুমার

চলে গেলেন বলিউড কিংবদন্তি দিলীপ কুমার

বিনোদন ডেস্ক

৭ জুলাই ২০২১ ১৫:৫০

না ফেরার দেশে বলিউডের বর্ষীয়ান অভিনেতা কিংবদন্তি দিলীপ কুমার। বুধবার (০৭ জুলাই) সকালে মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি।

তার বয়স হয়েছিল ৯৮ বছর। দিলীপ কুমারের চিকিৎসার তত্ত্বাবধানকারী মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালের পালমোনোলোজিস্ট ডা. জলিল পার্কার গণমাধ্যমকে তার মৃত্যুর খবর নিশ্চিত করেন। খবর বিবিসির।

সকাল ৮টার কিছুক্ষণ পর দিলীপ কুমারের ভেরিফায়েড টুইটার পেজ থেকে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়।

ছয় দশকের ক্য্যারিয়ারে তিনি ৬৩টি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তার স্ত্রী মুম্বাই চলচ্চিত্রের আরেক অভিনেত্রী সায়রা বানু।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]