রবিবার, ১৬ই নভেম্বর ২০২৫, ২রা অগ্রহায়ণ ১৪৩২

Shomoy News

Sopno


কোক স্টুডিও বাংলায় রুনা লায়লার বিখ্যাত গান


প্রকাশিত:
১৬ নভেম্বর ২০২৫ ১২:০৪

আপডেট:
১৬ নভেম্বর ২০২৫ ১৪:৫২

ফাইল ছবি

উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা তার দীর্ঘ ৬০ বছরের সংগীতজীবনে বাংলা, হিন্দি, পাঞ্জাবি, উর্দু, ইংরেজিসহ মোট ১৮টি ভাষায় গান গেয়েছেন। তার কালজয়ী গানগুলির মধ্যে অন্যতম হলো ‘দমা দম মাস্ত কালান্দার’। অবশেষে জানা গেল, গানটি নতুন করে শোনা যাবে কোক স্টুডিও বাংলায়। রোববার সন্ধ্যায় প্ল্যাটফর্মটির ইউটিউব চ্যানেলে এটি প্রকাশিত হবে।

কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজন ঘোষণার পর থেকেই গুঞ্জন ছিল যে এবার গান গাইবেন রুনা লায়লা। যদিও কর্তৃপক্ষ শুরু থেকেই বিষয়টি নিয়ে নীরব ছিল। গত বছর শিল্পী নিজেই তার অংশগ্রহণের খবরটি নিশ্চিত করেছিলেন, তবে গানটি সম্পর্কে কিছু জানাননি।

তবে সকল জল্পনার অবসান ঘটিয়ে গত ১৪ নভেম্বর গানটির টিজার প্রকাশ করা হয় এবং ঘোষণা করা হয় বুধবার সন্ধ্যায় পুরো গানটি মুক্তি পাবে।

জানা গেছে, গানটির রেকর্ডিং অনেক আগে সম্পন্ন হলেও কোক স্টুডিও বাংলার কার্যক্রম প্রায় এক বছর বন্ধ থাকায় এটি প্রকাশ করতে এত সময় লাগল। দুই বছর আগে কলকাতায় এক ঘরোয়া অনুষ্ঠানে রুনা লায়লা কোক স্টুডিও টিমের সঙ্গে এই গানটি পরিবেশন করেছিলেনসেই আয়োজনে উপস্থিত ছিলেন কোক স্টুডিও বাংলার মিউজিক কিউরেটর শায়ান চৌধুরী অর্ণব এবং সুরকার শুভেন্দু দাস শুভ-সহ অনেকে

বিশেষভাবে উল্লেখ্য, আগামীকাল রুনা লায়লার জন্মদিন। ধারণা করা হচ্ছে, কিংবদন্তি এই শিল্পীকে শ্রদ্ধা জানাতেই তার জন্মদিনের ঠিক আগে কোক স্টুডিও বাংলা এই বিশেষ গানটি প্রকাশ করছে। এটি কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজনের অষ্টম গান। এর আগে সবশেষ গত ২৪ অক্টোবর এই প্ল্যাটফর্মে ‘ক্যাফে’ শিরোনামের গানটি মুক্তি পেয়েছিল।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top