বৃহঃস্পতিবার, ৯ই অক্টোবর ২০২৫, ২৪শে আশ্বিন ১৪৩২

Shomoy News

Sopno


হানিয়ার পর বাংলাদেশে আসছে আরেক পাকিস্তানি অভিনেতা


প্রকাশিত:
৯ অক্টোবর ২০২৫ ১২:৫০

আপডেট:
৯ অক্টোবর ২০২৫ ১২:৫১

ফাইল ছবি

গত সেপ্টেম্বরে পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির বাংলাদেশে এসে ভক্তদের মাঝে যে উন্মাদনা সৃষ্টি করেছিলেন, এবার সেই ঢেউ আবার আসতে চলেছে। এবার সেই তালিকায় নাম লেখাতে চলেছেন আরেক জনপ্রিয় পাকিস্তানি অভিনেতা আহাদ রাজা মীর। তার আগমনের খবরে এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত-অনুরাগীদের মধ্যে জোর আলোচনা শুরু হয়েছে।

সম্প্রতি অভিনেতা আহাদ রাজা মীর নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন তার ইনস্টাগ্রাম স্টোরিতে। তিনি একটি স্টোরি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘হে বাংলাদেশ, শিগগিরই দেখা হবে।’ সেই সঙ্গে জুড়ে দিয়েছেন বাংলাদেশের জাতীয় পতাকার ইমোজি।

তবে অভিনেতা কবে, কখন, কোথায় এবং কী উদ্দেশ্যে বা কার আমন্ত্রণে বাংলাদেশে আসছেন- সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য তিনি জানাননি।

কে এই আহাদ রাজা মীর?

পাকিস্তানি টিভি নাটকের সুবাদে বাংলাদেশের দর্শকদের কাছে আহাদ রাজা মীর বেশ পরিচিত। বিশেষ করে তার অভিনীত ব্লকবাস্টার সিরিয়াল 'এহদ-এ-ওয়াফা'-এর জন্য তিনি এ দেশে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন।

২০১৭ সালে রোমান্টিক ড্রামা 'ইয়াকীন কা সফর'-এ অভিনয় করে তিনি বিপুল পরিচিতি পান। এই চরিত্রে অভিনয়ের জন্য তিনি সেরা অভিনেতা হিসেবে একটি লাক্স স্টাইল অ্যাওয়ার্ডও জিতেছিলেন। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে: 'আঙ্গান', 'ইয়ে দিল মেরা', এবং সাম্প্রতিক হিট ড্রামা 'মীম সে মহব্বত'। এছাড়া 'ধূপ কি দীওয়ার' নামের একটি ওয়েব সিরিজেও তিনি কাজ করেছেন।

আন্তর্জাতিক মঞ্চেও সফল আহাদ

পাকিস্তানি কাজের পাশাপাশি এই অভিনেতা আন্তর্জাতিক অঙ্গনেও নিজের মেধার স্বাক্ষর রেখেছেন। তিনি বিবিসির মিনি-সিরিজ 'ওয়ার্ল্ড অন ফায়ার' এ অভিনয় করেছেন। এর বাইরে, জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের বিখ্যাত সিরিজ 'রেসিডেন্ট ইভিল' এর প্রথম সিজনেও তাঁকে অভিনয় করতে দেখা গেছে।

অভিনয় জীবনে আহাদ রাজা মীর শুরু করেন ২০১০ সালে, ১৭ বছর বয়সে, হাম টিভির রোমান্টিক ড্রামা "খামোশিয়ান"-এ একটি ছোট চরিত্রে অভিনয়ের মাধ্যমে। কানাডায় থাকার সময় তিনি মঞ্চে অভিনয়, নির্দেশনা এবং লেখালেখিতেও ব্যাপক অভিজ্ঞতা অর্জন করেন।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top