‘আন্ধার’-এ জুটি বাঁধছেন সিয়াম-সাবিলা নূর!
প্রকাশিত:
২২ সেপ্টেম্বর ২০২৫ ১২:১৩
আপডেট:
২৩ সেপ্টেম্বর ২০২৫ ০২:৩৪

গেল কোরবানি ঈদে মুক্তিপ্রাপ্ত ‘তাণ্ডব’ সিনেমা দিয়ে সিনেমাপ্রেমীদের মনে তাণ্ডব চালিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। তাঁকে ঘিরে দর্শকদের আগ্রহ তুঙ্গে। এবার নির্মাতা রায়হান রাফীর ভৌতিক সিনেমা ‘আন্ধার’-এ সিয়াম আহমেদের সঙ্গে জুটি বাঁধছেন অভিনেত্রী। একটি সূত্র বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছে।
এর আগে গুঞ্জন উঠেছিল, ‘আন্ধার’ ছবিতে সিয়ামের বিপরীতে দেখা যাবে ঢালিউড অভিনেত্রী নাজিফা তুষিকে। তবে সেটি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। এদিকে গণমাধ্যমকে একটি সূত্র বলছে, সাবিলা নূর ইতোমধ্যেই ‘আন্ধার’-এর জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে। সিয়াম ছাড়াও এ চলচ্চিত্রে অভিনয় করছেন অভিনেতা চঞ্চল চৌধুরী।
‘২২১ বি’ প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে নির্মিত হবে রাফীর ‘আন্ধার’ সিনেমাটি। এর চিত্রনাট্য ও গল্প লিখেছেন অর্থহীন ব্যান্ডের সংগীতশিল্পী সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরী।
সিনেমার গল্প প্রসঙ্গে ক্রিপটিক ফেইটের শাকিব বলেছিলেন, ‘এটা হচ্ছে আমার এবং সুমন ভাইয়ের ড্রিম প্রজেক্ট। এর উৎপত্তি হয়েছিল ভৌতিস্ট অনুষ্ঠানটি করার সময়। অদ্ভুত, অতিপ্রাকৃত ও অসাধারণ গল্প সুমন ভাই, জিবরান ও আমার খুব পছন্দ। ওইখান থেকেই ভৌতিস্টের জন্ম। আমরা অনুষ্ঠানটিতে গিয়ে নিজেদের অভিজ্ঞতা বলতাম। সে সময় এই গল্পটা আমার মাথায় এসেছিল। পরিকল্পনা ছিল সিনেমা নির্মাণের। কিন্তু কাজটা আগায়নি। কারণ, সুমন ভাই অসুস্থ হয়ে পড়েছিলেন। সেটা আবার মাথাচাড়া দিয়েছে এখন।’
গানের মানুষ হয়ে সিনেমায় জড়ানো প্রসঙ্গে তিনি আরও বলেছিলেন, “এখন বাংলাদেশে খুব ভালো কাজ হচ্ছে। আমরা যে ধরনের কাজ করতে চাই এখন সেই ধরনের কাজ করা সম্ভব। যেটা পাঁচ-ছয় বছর আগেও আমাদের দেশে সম্ভব ছিল না। সময়ের সঙ্গে দেশের সিনেমার দৃশ্যপট পরিবর্তন হচ্ছে। এই পরিবর্তনটাই আমাদের সাহস জুগিয়েছে। ‘আন্ধার’ আমাদের অনেক সাহসী একটা প্রজেক্ট। এই জনরার সিনেমা বাংলাদেশে এর আগে হয়নি।”
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: