অভিনেত্রী হিমির গুরুতর অভিযোগ, এরপর যা ঘটলো
প্রকাশিত:
১৮ আগস্ট ২০২৫ ১৩:৪২
আপডেট:
১৮ আগস্ট ২০২৫ ১৬:১৮

অবকাশ যাপনে কানাডায় অবস্থান করছেন ছোটপর্দার অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। সেখান থেকেই প্রযোজনা সংস্থা লেজার ভিশনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন তিনি। অভিনেত্রীর দাবি, অনুমতি না নিয়ে অভিনেত্রীদের ছবির সঙ্গে ‘আপত্তিকর জোকস’ লিখে পোষ্ট করা হচ্ছে প্রযোজনা সংস্থাটির ফেসবুক পেজে। পরে প্রযোজনা সংস্থাটির পক্ষ থেকে বলা হয়, এটি অনিচ্ছাকৃত ভুল।
বিষয়টি নিয়ে রোববার রাতে ফেসবুকে হিমি লেখেন, ‘লেজার ভিশন লিমিটেড, আপনাদের ভিউ/ ডলারের দরকার হলে ভালো নাটক বানান, নায়িকাদের অনুমতি ছাড়া কেন তাদের ছবিতে ‘কুরুচিপূর্ণ মনগড়া জোকস’ লিখে পোস্ট করেন? আমার ছবিতে এসব লিখে পোস্ট করবেন না দয়া করে। আমি কোনো নাটকে এ ধরনের ডায়লগ বলিনি, আপনাদের পোস্টে মানুষ বিভ্রান্ত হচ্ছে এবং একজন শিল্পী হিসেবে এটি আমার জন্য অসম্মানজনক। দয়া করে ভবিষ্যতে এমন কাজ থেকে বিরত থাকবেন।’
তিনি লেখেন, ‘বিষয়টি তারা হয়তো দর্শকদের যুক্ত করতে করছে। কিন্তু আমার কাছে জিনিসটা মোটেও মজার কিছু না। একেবারেই সস্তা প্রচারণা। এতে আমার ব্যক্তিগত জীবন নিয়েও কথা বলছেন নেটিজেনরা। পরিচিতদের অনেকেই ফোন করে বিষয়টি জানাচ্ছেন। সে কারণেই আমি ফেসবুকে পোস্ট দিয়েছি। আশা করি এরপর থেকে শুধু লেজার ভিশন না অন্যরাও সচেতন হবেন। অন্যথায় আমি আমার পরবর্তী পদক্ষেপ সম্পর্কে ভাবব।’
বিষয়টি নিয়ে লেজার ভিশনের পরিচালক মিজানুর রহমান বকুল বলেন, ‘লেজার ভিশন সব সময় সুস্থ ধারার কাজের সঙ্গে থাকে। সুস্থ সংস্কৃতির চর্চা করে। এটি অনিচ্ছাকৃত ভুল। সেজন্য আমরা দুঃখ প্রকাশ করছি। পরবর্তীতে এসব ব্যাপারে আরও সচেতন থাকব।’
ভুল বুঝতে পেরে সব ফটোকার্ড রিমোভ করে দিয়েছে লেজার ভিশন। প্রতিষ্ঠানটিকে অনেক অনেক ধন্যবাদ।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: