লিবিয়ার অবৈধ অভিবাসন অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে রাষ্ট্রদূতের বৈঠক
প্রকাশিত:
১৯ নভেম্বর ২০২৫ ১৫:৩১
আপডেট:
১৯ নভেম্বর ২০২৫ ১৭:১৮
রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশার বেনগাজী সফরকালে লিবিয়ার পূর্বাঞ্চলে অবৈধ অভিবাসন প্রতিরোধ এবং বিভিন্ন ডিটেনশন সেন্টার ও জেলে আটক বাংলাদেশি নাগরিকদের কল্যাণ নিশ্চিতকরণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে ধারাবাহিক বৈঠক করেন।
তারই অংশ হিসেবে সোমবার (১৭ নভেম্বর) রাষ্ট্রদূত লিবিয়ার অবৈধ অভিবাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল সালাহ মাহমুদ আল-খাফিফির সঙ্গে সাক্ষাৎ করেন।
এ সময় স্থানীয় প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা, আইওএম বেনগাজীর প্রতিনিধি এবং দূতাবাসের প্রথম সচিব (শ্রম) উপস্থিত ছিলেন।
বৈঠকের শুরুতে রাষ্ট্রদূত সাম্প্রতিক সময়ে লিবিয়ায় মানবপাচার ও অপহরণসহ বিভিন্ন অপরাধে জড়িত বাংলাদেশিদের আটক করার জন্য স্থানীয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এবং এ ধরনের অপরাধ দমনে দূতাবাসের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন।
বৈঠকে রাষ্ট্রদূত অবৈধ অভিবাসন প্রতিরোধে বাংলাদেশের কঠোর অবস্থান তুলে ধরেন এবং মানবপাচারচক্রে জড়িতদের আটক করে দেশে এনে আইনের আওতায় আনার সরকারি নীতি সম্পর্কে অবহিত করেন। তিনি লিবিয়ায় এ ধরনের অপরাধে জড়িত বাংলাদেশিদের শনাক্ত ও আটককরণে স্থানীয় প্রশাসনের অব্যাহত সহযোগিতা কামনা করেন।
রাষ্ট্রদূত আরও জানান, বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশিদের দ্রুত দেশে প্রত্যাবাসনে দূতাবাস সবসময় প্রস্তুত রয়েছে। কোনো বাংলাদেশি নতুন করে ডিটেনশনে আসলে তা অবিলম্বে দূতাবাসকে জানাতে অনুরোধ করেন। তিনি দ্রুততম সময়ের মধ্যে ট্রাভেল পারমিট (আউটপাস) ইস্যুসহ দেশে প্রেরণের উদ্যোগের নিশ্চয়তা প্রদান করেন। এর পরিপ্রেক্ষিতে উভয়পক্ষ ভবিষ্যতে যোগাযোগ জোরদার করার বিষয়ে একমত হন।
এ ছাড়া, রাষ্ট্রদূত বেনগাজীস্থ আল-কুইফা জেলের পরিচালকের সঙ্গে বৈঠক করেন এবং বন্দি বাংলাদেশিদের সার্বিক কল্যাণ, নিরাপত্তা ও চলমান মামলাগুলোর আইনগত অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পরিদর্শনকালে তিনি বন্দি বাংলাদেশিদের সঙ্গে সাক্ষাৎ করেন, তাদের খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় আইনগত সহায়তা প্রদানে দূতাবাসের প্রচেষ্টার আশ্বাস দেন।
সম্পর্কিত বিষয়:



আপনার মূল্যবান মতামত দিন: