বৃহঃস্পতিবার, ২৫শে সেপ্টেম্বর ২০২৫, ১০ই আশ্বিন ১৪৩২

Shomoy News

Sopno


তুমি আমার দুনিয়াটাই বদলে দিয়েছ : কিয়ারা


প্রকাশিত:
১০ আগস্ট ২০২৫ ১৬:৪৬

আপডেট:
২৫ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৩৪

ছবি সংগৃহীত

নতুন অতিথি আসার পর থেকেই যেন অন্য এক জগতে পা রেখেছেন বলিউড অভিনেত্রী কিয়ারা আডবানি। গত ১৫ জুলাই তার আর অভিনেতা সিদ্ধার্থ মলহোত্রার কোল আলো করে এসেছে এক ফুটফুটে কন্যাসন্তান।

বর্তমানে মাতৃত্বের এই নতুন অধ্যায় জমিয়ে উপভোগ করছেন এই দম্পতি। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্টের মাধ্যমে সেই আনন্দই ভাগ করে নিলেন অভিনেত্রী। কিয়ারা ইনস্টাগ্রাম স্টোরিতে একটি মিষ্টি ছবি শেয়ার করেন।

সেখানে তিনি লেখেন, ‘আমি তোমার ডায়াপার বদলাচ্ছি আর তুমি আমার গোটা দুনিয়াটাই বদলে দিয়েছ।’ এই পোস্ট দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে, অভিনেত্রী তার সন্তানের প্রতি কতটা ভালোবাসা এবং কৃতজ্ঞতা অনুভব করছেন। তার এই ছোট্ট বার্তাটি মুহূর্তে মন ছুঁয়ে গেছে ভক্তদের।

সদ্য মা হওয়ার পর গত ১ আগস্ট ছিল কিয়ারার ৩৪তম জন্মদিন। সেদিনও তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, ‘আমার সর্বকালের সেরা জন্মদিন পালন করলাম।’ তার এই পোস্ট থেকেও মাতৃত্বের আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ পেয়েছিল।

প্রসঙ্গত, ২০২৩ সালে সিদ্ধার্থ ও কিয়ারার বিয়ে হয়। এরপর থেকেই তাদের ভক্তরা এই তারকা দম্পতির জীবনে নতুন সদস্যের আগমনের অপেক্ষায় ছিলেন। অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকেই কিয়ারা কাজ থেকে বিরতি নিয়েছিলেন এবং নিজের মাতৃত্বকালীন সময়টি পুরোপুরি উপভোগ করেছেন।

এমনকি কান চলচ্চিত্র উৎসবেও রেড কার্পেটে হেঁটে সবার নজর কেড়েছিলেন তিনি। সামনেই মুক্তি পাবে হৃতিক রোশনের সঙ্গে তার নতুন ছবি 'ওয়ার ২'। মা হওয়ার পর এটাই হতে চলেছে কিয়ারার প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top