গার্মেন্ট কর্মীর চরিত্রে অর্ষা
প্রকাশিত:
১০ আগস্ট ২০২৫ ১২:২৪
আপডেট:
১০ আগস্ট ২০২৫ ১৫:৫৮

অভিনয় ক্যারিয়ারে নানা ধরনের চরিত্রে অভিনয় করেছেন তারকা অভিনেত্রী নাজিয়া হক অর্ষা। এবার ‘খুশবু’ নাটকে দেখা যাবে এক গার্মেন্ট কর্মীর চরিত্রে। রাজধানীর বিভিন্ন লোকেশনে এর দৃশ্যধারণ চলছে। দীপ্ত টিভির জন্য এ ধারাবাহিকটি নির্মাণ করছেন সাজ্জাদ সুমন।
অর্ষা বলেন, ‘নাটকের গল্পটি অসাধারণ। এতে অনেক বক্তব্য রয়েছে। সাজ্জাদ সুমনের সঙ্গে এর আগেও অনেক কাজ করেছি। বেশ গোছালো ইউনিট নিয়ে কাজ করেন তিনি। সাধারণত ধারাবাহিকে এক দিনে অনেক সিন করতে হয়। কিন্তু এখানে তা ছিল না। সেট বানিয়ে কাজ হচ্ছে। তিনটি মেয়েকে কেন্দ্র করে নাটকের গল্প। নাটকে আমাকে দেখা যাবে সেতু নামের এক ফ্লোর কোয়ালিটি ইনচার্জের ভূমিকায়। এটি চেনাজানা একটি চরিত্র। এতে অভিনয়ের মাধ্যমে গার্মেন্ট কর্মীদের জীবনযাপন খুব কাছ থেকে জানার সুযোগ হয়েছে। আশা করছি, নাটকটি দর্শকের ভালো লাগবে।’
অর্ষা ছাড়াও নাটকে আরও অভিনয় করেছেন আশরাফুল আশীষসহ অনেকেই।
নাটক, চলচ্চিত্র ও ওটিটি তিন মাধ্যমে নিয়মিত কাজ করলেও ওটিটির কাজগুলো অর্ষাকে আলাদা করে টানে। এই মাধ্যমেও আলো ছড়িয়েছেন তিনি। এ প্রসঙ্গে তাঁর ভাষ্য– ‘তিন মাধ্যমেই অভিনয় করতে ভালো লাগে। তবে ওয়েব ফিল্ম বা ফিল্মে কাজ করলে চরিত্রের মধ্যে থাকা যায়। এই কাজগুলো অনেক পরিকল্পনা নিয়ে করতে হয়। অভিনয়ের জায়গা থেকে চিন্তার সুযোগ বেশি
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: