শুক্রবার, ১লা আগস্ট ২০২৫, ১৬ই শ্রাবণ ১৪৩২

Shomoy News

Sopno


‘বিয়ের পর অবসরে যাওয়ার চিন্তা আছে’


প্রকাশিত:
৩১ জুলাই ২০২৫ ১০:৪৭

আপডেট:
১ আগস্ট ২০২৫ ০৫:৩৮

ছবি সংগৃহীত

অভিনেত্রী তানিয়া বৃষ্টি। ২০১২ সালে ভিট-চ্যানেল আই টপ মডেল প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হয়ে শোবিজে পা রাখেন। ‘ঘাসফুল’ সিনেমার মাধ্যমে অভিনয়ে অভিষেক হয় তার। বর্তমানে ছোট পর্দার নিয়মিত মুখ তিনি।

সম্প্রতি একটি নাটকের শুটিং সেটে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এই অভিনেত্রী জানিয়েছেন, বিয়ের পর আর অভিনয় করতে চান না। পুরোপুরি মনোযোগ দিতে চান সংসারে। এমনকি স্থায়ী হতে চান দেশের বাইরে।

তানিয়া বৃষ্টি বলেন, ‘বিয়ের পর অভিনয় থেকে অবসরে যাওয়ার চিন্তা আছে। আমার মনে হয়, সংসার ও ক্যারিয়ার দুটি বিষয় একসঙ্গে চালিয়ে যেতে পারব না। আগামী পাঁচ বছর যতটুকু কাজ করার, তা করে যেতে চাই। এরপর বিয়ে করে সংসারে মন দেব। ইচ্ছা রয়েছে দেশের বাইরে সেটেল হওয়ার।’

এর আগে ২০১৭ সালে অস্ট্রেলিয়াপ্রবাসী সাব্বির চৌধুরীকে বিয়ে করেছিলেন তিনি। তবে সেই সংসার টেকেনি। এক বছরের মাথায় বিচ্ছেদ হয়ে যায় তাদের।

এরপর গুঞ্জন ছড়িয়েছিল, অভিনেতা আরশ খানের সঙ্গে প্রেম করছেন তানিয়া। বিয়ে করে সংসার করছেন তারা দুজন। শুটিংয়ের বাইরেও একসঙ্গে দেখা যায় তাদের।


এ নিয়ে অভিনেত্রী বলেন, ‘এসব গুজব।’

এছাড়া কিছুদিন আগেও গুঞ্জন ছিল, অভিনেতা শামিম হাসান সরকারের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তানিয়া। কয়েক মাস আগে শামিম বিয়ে করলে সে গুঞ্জনও থেমে গেছে।

সহশিল্পীদের সঙ্গে সম্পর্কের গুঞ্জন নিয়ে তানিয়া বৃষ্টি বলেন, ‘আমি যাদের সঙ্গে কাজ করি, তারা সবাই আমার খুব কাছের। তাই হয়তো গুজব ছড়ায়। মোশাররফ করিমের সঙ্গে শুটিংয়ের সময়টা আমি খুব উপভোগ করি। ক্যামেরার বাইরেও তার কাছ থেকে অনেক কিছু শিখতে পারি। নিলয় আলমগীর হচ্ছে আমার ভাই-ব্রাদার টাইপের। এ ছাড়া শামিম হাসানের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। শুটিংয়ের বাইরেও আমাদের আড্ডা হয়। সেই আড্ডায় আরও অভিনয়শিল্পী, নির্মাতারাও থাকেন।’


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top