বিচ্ছেদ জল্পনা মিথ্যা প্রমাণ করতে সিঁথি ভর্তি সিঁদুর দিয়ে কানে ঐশ্বরিয়া
প্রকাশিত:
২২ মে ২০২৫ ১০:৫৬
আপডেট:
২২ মে ২০২৫ ১৭:২০

পরনে দুধসাদা ও সোনালির মিশেলে তৈরি ডিজাইনার শাড়ি। গলায় রুবি পাথরের হার। কানের মঞ্চে বরাবরের মতো এবারও চোখ ধাঁধানো রূপে ঐশ্বরিয়া। তবে সাজপোশাক নয়, এবার নজর কাড়ল অন্য কিছু। আর তা হলো মাথা ভর্তি সিঁদুর।
বি-টাউনের অলিগলিতে কান পাতলেই শোনা যায়, ঐশ্বরিয়া-অভিষেকের বিচ্ছেদ জল্পনা। তারই মাঝে মাথা ভর্তি সিঁদুর পরে আন্তর্জাতিক মঞ্চে অভিনেত্রীর উপস্থিতি যেন নিন্দুকদের যোগ্য জবাব ছাড়া আর কিছুই নয় বলেই মনে করছেন অনেকে।
এদিন কানের মঞ্চে গাড়ি থেকে নামামাত্রই অনুরাগীরা ঐশ্বরিয়াকে দেখে চিৎকার করে ওঠেন। তাকে ডাকতে শুরু করেন। হাসিমুখে হাত নাড়িয়ে দর্শকদের ডাকে সাড়া দেন বচ্চন পরিবারের পুত্রবধূ।
কানের মঞ্চে একাধিকবারই দেখা গেছে ঐশ্বরিয়াকে। তবে সিঁথিতে সিঁদুর পরে দেখা যায়নি এর আগে। বিচ্ছেদ জল্পনার মাঝে ভারতীয় বধূবেশে ঐশ্বরিয়াকে দেখে যেন খানিকটা চমকেই যান অনুরাগীরা।
শাস্ত্রমতে, স্বামীর মঙ্গল কামনায় সিঁদুর পরেন হিন্দু ভারতীয় নারীরা। অভিনেত্রী সিঁদুর পরে কানের মঞ্চে অংশ নিয়ে বুঝিয়ে দিয়েছেন অভিষেকের সঙ্গে দাম্পত্য সম্পর্কে মোটেও ভাটার টান নয়। বরং প্রেমের জোয়ারেই ভাসছেন তারা।
ঐশ্বরিয়ার এই রূপ দেখে মুগ্ধ নেটপাড়া। সোশ্যাল মিডিয়ায় চলছে জোর আলোচনা। সকলেই তার রূপের সঙ্গে বুদ্ধিমত্তার প্রশংসা করেছেন।
প্রসঙ্গত, গত ২০০৭ সালে সাতপাকে বাঁধা পড়েন অভিষেক-ঐশ্বরিয়া। ২০১১ সালে বচ্চন পরিবারের আসে নতুন সদস্য। ঐশ্বরিয়ার কোল আলো করে আরাধ্যা। কয়েক বছর যেতে না যেতেই বিচ্ছেদের গুঞ্জনে ভারী হয়ে ওঠে বি-টাউন। বলিপাড়ার অলিগলিতে কান পাতলেই শোনা যাচ্ছিল মনখারাপ করা খবর।
কখনও শোনা গেছে, শাশুড়ি জয়া বচ্চনের সঙ্গে খাপ খাওয়াতে পারছেন না ঐশ্বরিয়া, সে কারণেই নাকি বিচ্ছেদের ভাবনা। আবার কেউ কেউ দাবি করতেন, শাশুড়ি নয় অভিষেকের সঙ্গেই নাকি ঐশ্বরিয়ার মতবিরোধ সবচেয়ে বেশি। তাই পথ আলাদা হতে চলেছে তাদের। মাঝে একাধিক অনুষ্ঠানে একসঙ্গে দেখা যায়নি দুজনকে। শুধুমাত্র মেয়ে আরাধ্যার সঙ্গে দেখা গেছে ঐশ্বরিয়াকে।
অবশ্য গতমাসে বিবাহবার্ষিকীর সময় থেকে সম্পর্ক যেন অন্য দিকে মোড় নিয়েছে। বিবাহবার্ষিকীতে মেয়ে-সহ তাদের দু’জনের মিষ্টি ছবি পোস্ট করছিলেন অভিনেত্রী। আবার সম্প্রতি মুম্বইয়ের অনুষ্ঠানে একসঙ্গে দেখা গিয়েছে তাদের। ‘কজরা রে’ গানের তালে নাচতেও দেখা গিয়েছিল প্রাক্তন বিশ্বসুন্দরীকে। ওইদিন স্ত্রীর দিকে বারবার অপলক দৃষ্টিতে তাকাতে দেখা গিয়েছিল অভিষেককে। তাই বিচ্ছেদ জল্পনায় যে জল ঢেলে দিয়েছে বচ্চন পরিবার, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: