রবিবার, ৪ঠা মে ২০২৫, ২০শে বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


বিয়ের পাঁচ মাসের মাথায় মা হতে চলেছেন শোভিতা


প্রকাশিত:
৩ মে ২০২৫ ১৮:১০

আপডেট:
৪ মে ২০২৫ ০৫:৪৫

ছবি সংগৃহীত

চলতি বছরের জানুয়ারি মাসে অভিনেত্রী শোভিতা ধুলিপালাকে বিয়ে করেন অভিনেতা নাগা চৈতন্য। তাদের নিয়ে বিতর্ক কম হয়নি। প্রাক্তন স্ত্রী সামান্থা রুথ প্রভুর সঙ্গে সম্পর্কে থাকাকালীন শোভিতার প্রেমে পড়েন নায়ক, যা নিয়ে অনেক কটাক্ষও সহ্য করতে হয়েছিল অভিনেতাকে।

সম্প্রতি ‘ওয়ার্ল্ড অডিয়ো ভিস্যুয়াল এবং এন্টারটেনমেন্ট সামিট’-এ উপস্থিত হয়েছিলেন এই জুটি। সেই ছবি প্রকাশ্যে আসার পর আলোচনা আরও বেড়েছে।

দর্শকের একাংশের দাবি, ইদানীং বেশির ভাগ সময়ই ঢিলেঢালা পোশাক পরছেন শোভিতা। সেটা দেখে অনেকেই ধরে নিয়েছেন এবার বুঝি সুখবর শোনাতে চলেছেন নায়িকা।

বলিপাড়ায় এ ঘটনা নতুন নয়। বিয়ের এক মাসের মাথায়ই রাহা আসার খবর শুনিয়েছিলেন আলিয়া ভাট এবং রণবীর কপূর। বলিপাড়ার অনেক দম্পতির ক্ষেত্রেই এমনটা দেখা গেছে।

তবে কি বিয়ের পাঁচ মাসের মাথায়ই মা হতে চলেছেন শোভিতা আর বাবা হচ্ছেন নাগা? না, নায়ক বা নায়িকা এ বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানাননি।

বেশ ঘটা করেই অভিনেত্রীকে বিয়ে করেন নাগা। বিয়ের পর থেকে তাদের সাংসারিক জীবনের খুঁটিনাটি জানতে আগ্রহী দর্শক। কিছুদিন আগে একটি পত্রিকাকে সাক্ষাৎকারে নিজেদের দাম্পত্যের নানা দিক তুলে ধরেন তারা। কে প্রথম কার থেকে ক্ষমা চেয়েছিলেন, কে ভালো রান্না করেন, এই সকল প্রশ্নের উত্তর দিয়েছিলেন তারকা জুটি।

প্রশ্ন করা হয়েছিল ভুল করলে কে ক্ষমা চায়? শোভিতা বলেন, ‘‘সব সময় আমি।’’ নাগা জানান, তিনি ধন্যবাদ বা ক্ষমা চাওয়ায় বিশ্বাসী নন। কে ভালো রান্না করেন প্রশ্ন করলে চৈতন্য বলেন, ‘‘আমাদের মধ্যে কেউ রান্না করে না।’’ সঙ্গে সঙ্গে শোভিতা বলেন, ‘‘নাগা রাতে আমার জন্য হট চকোলেট, কফি এগুলো বানায়।’’

স্ত্রীর কথায় হাসতে হাসতে নাগা বলেন, ‘‘এগুলোকে রান্না বলে না। ন্যূনতম শিক্ষা যেগুলো, সেগুলো তোমার নেই।’’ স্বামীর কথায় সম্মতি জানান শোভিতা।

তবে এখানেই থেমে যাননি নাগা। এ বার শোভিতার অসুস্থতাকে নাটকের আখ্যা দিলেন। আসলে তাদের কাছে জানতে চাওয়া হয় দু’জনের মধ্যে কে বেশি অসুস্থ হয়ে পড়েন! তাতেই শোভিতা জানান, তিনি নাকি প্রায়ই অসুস্থ হয়ে পড়েন। যদিও স্বামী চৈতন্য অসুস্থ হলে একটু অন্য ধরনের আচরণ করেন।

স্ত্রীর কথা শেষ হতেই নাগা বলেন, ‘একদম না, ও যখন অসুস্থ হয়, তখন ও এমন করতে শুরু করে যেন মনে হয় এক্ষুনি অজ্ঞান হয়ে যাবে। ও যত না অসুস্থ হয় তার থেকে বেশি নাটক করে।’


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top