লাল শাড়িতে নজর কাড়লেন তৃপ্তি, নেটমাধ্যমে ঝড়
প্রকাশিত:
২৯ অক্টোবর ২০২৪ ১৯:০৭
আপডেট:
৯ নভেম্বর ২০২৪ ০৮:৩১
বলিউডের সুন্দরী নায়িকাদের মধ্যে অনেকের সিক্রেট ক্রাশ তৃপ্তি দিমরি। অ্যানিম্যাল সিনেমায় রণবীর কাপুরের সাথে অভিনয় করে দর্শকের মন কাড়েন তিনি। এরপর পেয়েছেন একাধিক সিনেমায় অভিনয়ের সুযোগ।
বেশিরভাগ সময় ওয়েস্টার্ন বেশভূষায় দেখা যায় তাকে। তবে বেশ কিছুদিন ধরে শাড়িতে মন ধরেছে তার। দিন কয়েক আগেও হলুদ শাড়িতে নিজেকে ধরা দিয়ে ভক্তদের চমকে দেন তৃপ্তি। এবার লাল শাড়িতে ভক্তদের নজর কাড়লেন; এতে রীতিমতো ঝড় ওঠে নেট দুনিয়ায়।
সম্প্রতি তার ইনস্টাগ্রামে কিছু ছবি পোস্ট করেন তৃপ্তি। সেখানে লালে ফুটে ওঠেন নায়িকা।
এদিন লাল ট্রান্সপারেন্ট শাড়ি পরেন তৃপ্তি। সঙ্গে লাল স্লিভলেস ব্লাউজ, সিম্পল গয়না - সব মিলিয়ে এক অপূর্ব লুকে তৃপ্তি।
গাঢ় লাল লিপস্টিক, আলো-আঁধারির খেলায় তোলা ছবিতে তৃপ্তি দিমরির রূপে মুগ্ধ ভক্তরা। তাকে এভাবে দেখেই নেটিজেনরা প্রশ্ন তুলেছেন, দক্ষিণ ভারতীয় সিনেমায় অভিনয় করতে চলেছেন নাকি?
এ বছর তৃপ্তি দিমরি 'ব্যাড নিউজ' ও 'ভিকি বিদ্যা কা ভিডিও' মুক্তি পেয়েছে। 'ভুল ভুলাইয়া থ্রি' এবং 'ধড়ক টু'-তেও অভিনয় করেছেন তিনি।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: