বৃহঃস্পতিবার, ৫ই অক্টোবর ২০২৩, ২০শে আশ্বিন ১৪৩০

Rupali Bank


মা হারালেন অভিনেতা ডন


প্রকাশিত:
১৮ সেপ্টেম্বর ২০২০ ০১:১৬

আপডেট:
৫ অক্টোবর ২০২৩ ০৯:১৬

ছবি-সংগৃহীত

চলচ্চিত্রের জনপ্রিয় খল-অভিনেতা আশরাফুল হক ডনের মা মোয়াজ্জেমা হক মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে ঢাকার নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর।

মাকে হারিয়ে শোকাতর ডন। মা বয়সের কারণে নানা রোগে আক্রান্ত ছিলেন। আজ সকালে আমাদের ছেড়ে চলে গেলেন। ওনার মরদেহ আমাদের গ্রামের বাড়ি বগুড়ায় নিয়ে যাচ্ছি। সবার কাছে মায়ের জন্য দোয়া চাইছি। আল্লাহ যেন ওনাকে বেহেশত দান করেন।

ডনের গ্রামের বাড়ি বগুড়ার সদরের কাটনারপাড়ায়। সেখান তাঁর মায়ের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানান তিনি।

অনেক আগেই বাবাকে হারিয়েছেন ডন। তাঁর মা বসবাস করতেন আমেরিকায়। দশ ভাই বোনের মধ্যে সবার ছোট ডন।



আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : shomoynews[email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top