বুধবার, ২৩শে জুলাই ২০২৫, ৭ই শ্রাবণ ১৪৩২

Shomoy News

Sopno


শিক্ষা সচিব সিদ্দিক জোবায়ের প্রত্যাহার


প্রকাশিত:
২২ জুলাই ২০২৫ ১৬:৩১

আপডেট:
২৩ জুলাই ২০২৫ ০০:২৫

ছবি সংগৃহীত

শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জুবাইরকে প্রত্যাহার করা হয়েছে। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে তাকে প্রত্যাহার করা হলো।

মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানান তিনি।

মাহফুজ আলম জনপ্রশাসন বিষয়ক কমিটির সদস্যসচিব হিসেবেও দায়িত্ব পালন করছেন।

রাজধানীর উত্তরার দিয়াবাড়ীতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দেশজুড়ে শোকের মধ্যে মঙ্গলবারের এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবি উঠেছিল সোমবার থেকে। মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হলেও এইচএসসি স্থগিত হবে কি না গভীর রাত পর্যন্ত সেব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে পারেনি সরকার। শিক্ষা সচিবের বাধার কারণেই পরীক্ষা স্থগিত করা যায়নি বলে খবর বেরোয়। এরপরই শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করতে থাকেন। অবশ্য সোমবার দিনগত রাত ১২টার পর ২২ জুলাইয়ের পরীক্ষা স্থগিতের বিষয়টি জানান শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি. আর. আবরার। পরে ২৪ জুলাইয়ের পরীক্ষাও স্থগিত ঘোষণা করেন তিনি।

এদিকে মঙ্গলবার সকাল থেকে শিক্ষা সচিবের পদত্যাগের দাবিতে সরব হতে থাকেন শিক্ষার্থীরা। রাজধানীর সেগুনবাগিচায় প্রশাসনের প্রাণকেন্দ্র বাংলাদেশ সচিবালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। এরই মধ্যে তার প্রত্যাহারের খবর এলো।

গত বছরের ১৪ অক্টোবর জোবায়েরকে সিনিয়র সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছিল সরকার।

এসএন /সীমা


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top