ভোলা সদর উপজেলা বিএনপি কমিটির কার্যক্রম স্থগিতাদেশ প্রত্যাহার
প্রকাশিত:
১০ ডিসেম্বর ২০২৫ ১৮:৪৮
আপডেট:
১০ ডিসেম্বর ২০২৫ ২১:১৯
ভোলায় বিএনপি ও ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের নেতৃত্বাধীন দল বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে ভোলা সদর উপজেলা বিএনপির কমিটির কার্যক্রম স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে।
বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১ নভেম্বর ভোলা সদর উপজেলা বিএনপি কমিটির সকল প্রকার কার্যক্রম স্থগিত করা হয়েছিল। আজ উল্লেখিত স্থগিতাদেশ নির্দেশক্রমে প্রত্যাহার করা হয়েছে। এখন থেকে ভোলা সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সব কার্যক্রম পরিচালনায় আর কোন বাধা থাকবে না।
ভোলা সদর উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন বলেন, কেন্দ্র থেকে কমিটির কার্যক্রম স্থগিতাদেশ প্রত্যাহারের চিঠি পেয়েছি।
প্রসঙ্গত, চলতি বছরের ১ নভেম্বর দুপুরে ভোলা জেলা শহরের নতুন বাজারে অবস্থিত ভোলা জেলা বিজেপির দলীয় কার্যালয়ের সামনে বিএনপি ও বিজেপি নেতাকর্মীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে ইটপাটকেল ও লাঠিসোঁটার আঘাতে সাংবাদিক পুলিশসহ উভয় দলের প্রায় অর্ধশত নেতাকর্মী আহত হন। এতে সে সময় উত্তপ্ত হয়ে উঠে ভোলার রাজনৈতিক পরিবেশ। পরে ওই দিন ভোলা সদর উপজেলা বিএনপি কমিটির কার্যক্রম স্থগিত করা হয়।
সম্পর্কিত বিষয়:



আপনার মূল্যবান মতামত দিন: