আজ থেকে রেকর্ড দামে বিক্রি হবে স্বর্ণ
প্রকাশিত:
২৭ জানুয়ারী ২০২৬ ১০:৫৮
আপডেট:
২৭ জানুয়ারী ২০২৬ ১২:৫৯
দেশের বাজারে আবারো বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৫ হাজার ২৪৯ টাকা বাড়িয়ে ২ লাখ ৬২ হাজার ৪৪০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস), যা আজ থেকে কার্যকর হবে।
স্বর্ণের নতুন এই দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ।
স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা সোনা) দাম বাড়ার প্রেক্ষিতে এই দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।
গতকাল সোমবার (২৫ জানুয়ারি) বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত ১১ জানুয়ারি থেকে এ পর্যন্ত মোট সাত দফায় স্বর্ণের দাম বাড়ানো হলো। গত রোববারও স্বর্ণের দাম বাড়িয়ে রেকর্ড ২ লাখ ৫৭ হাজার ১৯১ টাকা করা হয়েছিল। তার মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে আরেক দফা দাম বাড়ানোর ঘোষণা এলো।
চলতি জানুয়ারি মাসে দফায় দফায় মূল্যবৃদ্ধির ফলে ভালো মানের এক ভরি স্বর্ণের দাম সব মিলিয়ে প্রায় ৩০ হাজার টাকার উপরে বৃদ্ধি পেয়েছে।
গত ২২ জানুয়ারি এক ভরি স্বর্ণের দাম এক লাফে ৮ হাজার ৩৯৯ টাকা বাড়ানো হয়েছিল। তারও আগে ২১ জানুয়ারি ৫ হাজার ২৪৯ টাকা, ২০ জানুয়ারি ৪ হাজার ১৯৯ টাকা ১৫ জানুয়ারি, ২ হাজার ৬২৫ টাকা, ১৩ জানুয়ারি ৪ হাজার ১৯৯ টাকা এবং ১১ জানুয়ারি ১ হাজার ৫০ টাকা বাড়ানো হয়েছিল। এতে অতীতের সব রেকর্ড ভেঙে স্বর্ণের সর্বোচ্চ দামের নতুন রেকর্ড সৃষ্টি হলো।
এখন সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৫ হাজার ২৪৯ টাকা বাড়িয়ে ২ লাখ ৬২ হাজার ৪৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণ ৪ হাজার ৯৫৭ টাকা বাড়িয়ে ২ লাখ ৫০ হাজার ৪৮৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণ ৪ হাজার ৩১৫ টাকা বাড়িয়ে ২ লাখ ১৪ হাজার ৭৩৪ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৩ হাজার ৬৭৪ টাকা বাড়িয়ে ১ লাখ ৭৬ হাজার ৫৯৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
এদিকে স্বর্ণের দাম বাড়ানোর পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫২৫ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ৭ হাজার ৭৫৭ টাকা। এছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪৬৭ টাকা বাড়িয়ে ৭ হাজার ৪০৭ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪০৮ টাকা বাড়িয়ে ৬ হাজার ৩৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ৩৫০ টাকা বাড়িয়ে ৪ হাজার ৭৮২ টাকা নির্ধারণ করা হয়েছে।
সম্পর্কিত বিষয়:

আপনার মূল্যবান মতামত দিন: