মঙ্গলবার, ৩০শে এপ্রিল ২০২৪, ১৭ই বৈশাখ ১৪৩১

Rupali Bank


রাজধানীতে বেড়েছে সবজির দাম


প্রকাশিত:
২৫ সেপ্টেম্বর ২০২০ ১৯:৩৮

আপডেট:
২৬ সেপ্টেম্বর ২০২০ ০৩:৩৪

ফাইল ছবি

সবজিতে পরিপূর্ণ রাজধানীর পাইকারি বাজার। কিন্তু দাম কমেছে মাত্র দু-একটির। ৫-১০ টাকা বেড়েছে বেশিরভাগ সবজির দাম। বিক্রেতারা বলছেন, বন্যা ও বৃষ্টিতে সবজি নষ্ট হয়ে যাওয়ায় সরবরাহ কমার কারণেই দাম বেড়েছে। খুচরা বাজারে এর প্রভাব পড়ায় বিরক্ত ক্রেতারাও।

গাদা গাদা সবজির পালা। কারওয়ানবাজারে প্রথম কেউ গেলে বাজার ভরা এমন সবজি দেখে মন ভালো হতেই পারে। কিন্তু বাস্তবতা ভিন্ন, দু একটি ছাড়া দাম বেড়েছে সব সবজির। আগের থেকে লাউ, ঢেড়শ, মরিচের দাম কমলেও কেজিতে ৫ থেকে ১০ টাকা বেড়েছে অন্যান্য সবজি। প্রতিকেজি পটল ৩০-৩২, বেগুন ৫০-৫৪, শসা ৬০-৭০, বরবটি ৬০-৬৪, করলা ও কাকরোল বিক্রি হচ্ছে ৫০ টাকা।

পাইকাররা জানান, আগেই মাল আসতো ৫০ গাড়ি, এখন আসে ১০ গাড়ি। গতকাল শসার দাম ছিলো ৫০ টাকা; আজকে হয়ে গেছে ৮০ টাকা।

পণ্যের দাম আর অভিযোগ যতই বাড়ুক, তাতে ভোক্তার ক্ষতি হলেও নিজেদের লাভ রেখেই পণ্য বিক্রি করেন ব্যবসায়ীরা। যদিও কারণ হিসেবে জানান সরবরাহ ঘাটতিকে।

বিক্রেতারা জানান, সব ধরনের জিনিসের দাম বাড়তি। করলার পাল্লা ২৫০ টাকা।

বাজারে শীতকালীন সবজির দেখা না পাওয়া পর্যন্ত দাম সহসাই কমছে না বলে মনে করেন আড়ৎদার ও ব্যবসায়ীরা।


সম্পর্কিত বিষয়:

রাজধানী কারওয়ানবাজার

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top