শনিবার, ১৮ই মে ২০২৪, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১


হঠাৎ নিত্যপণ্যের দাম বাড়ানোয় ১১২ প্রতিষ্ঠানকে জরিমানা


প্রকাশিত:
৭ সেপ্টেম্বর ২০২০ ১৭:২২

আপডেট:
৮ সেপ্টেম্বর ২০২০ ০১:১১

ফাইল ছবি

চাল, ডাল, পেঁয়াজ, মচিরসহ নিত্যপণ্যের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় অভিযান পরিচালনা করেছে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ঢাকা মহানগরসহ সারা দেশে এ অভিযান পরিচালিত হয়।

এ সময় অবৈধভাবে মূল্যবৃদ্ধি ও পণ্যে ভেজালের কারণে ১১২টি প্রতিষ্ঠানকে সোয়া চার লাখ টাকা জরিমানা করা হয়।

জানা যায়, অধিদপ্তরে প্রতিদিন অনুষ্ঠিত সকালের সভার সিদ্ধান্তক্রমে ঢাকা মহানগরীর হাতিরপুল বাজার, পলাশী বাজার, চকবাজার, বংশাল, শ্যামপুর ও সূত্রাপুর শান্তিনগর বাজারে অভিযান চালানো হয়।

এ অভিযান পরিচালনা করেন প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. মাসুম আরেফিন ও সহকারী পরিচালক প্রণব কুমার প্রামাণিক, ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল ও ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক রোজিনা সুলতানা।

ঢাকার বাইরে বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ও জেলা কার্যালয়ের সহকারী পরিচালকের নেতৃত্বে ৩৪টি টিম বিভিন্ন বাজারে তদারকি ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে। এ ছাড়া সারা দেশে ১১২টি প্রতিষ্ঠানকে চার লাখ ১৩ হাজার ৫০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।


সম্পর্কিত বিষয়:

অভিযান নিত্যপণ্য

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top