শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৫ই চৈত্র ১৪৩০

Rupali Bank


টেকনাফে ৭ কোটি টাকার আইস-ইয়াবা জব্দ


প্রকাশিত:
২৮ আগস্ট ২০২২ ০২:২৮

আপডেট:
২৯ মার্চ ২০২৪ ১৮:৫৫

 ছবি : সংগৃহীত

কক্সবাজারের টেকনাফ থেকে এক কেজি ৭০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২৭ আগস্ট) ভোরে নাফনদ সংলগ্ন একটি লবণ মাঠ থেকে এসব মাদক জব্দ করা হয়। তবে এ সময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।

২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার গণমাধ্যমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে, নাফনদ সংলগ্ন একটি লবণ মাঠে অবস্থান নেয় বিজিবির টহল দল। ভোরে মিয়ানমার থেকে পাচারকারীদের একটি দল বাংলাদেশের অভ্যন্তরে এলে বিজিবি ধাওয়া করে। এক পর্যায়ে পাচারকারীরা একটি প্লাস্টিকের ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ব্যাগের ভেতর এক কেজি ৭০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও ৫০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

তিনি আরও জানান, উদ্ধার করা আইস ও ইয়াবা বিজিবির ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। এসব মাদকের আনুমানিক মূল্য ছয় কোটি ৮৫ লাখ টাকা।



আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top