শনিবার, ২০শে এপ্রিল ২০২৪, ৬ই বৈশাখ ১৪৩১

Rupali Bank


সাংবাদিকের পরিবারকে ‌‌‘লাঞ্ছনা’, ৯৯৯-এ কল করে উদ্ধার


প্রকাশিত:
৪ অক্টোবর ২০২২ ২৩:২৩

আপডেট:
২০ এপ্রিল ২০২৪ ০১:৩৪

ছবি সংগৃহীত

সাংবাদিক উত্তম সরকার ও তার পরিবারের সদস্যদের খুলনা শহরের অভিজাত হোটেল ডিএস প্যালেসে লাঞ্চনা করার অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (৩ অক্টোবর) রাতে এই ঘটনা ঘটে। পরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-কল করলে পুলিশ এসে তাদের উদ্ধার করে। উত্তম সরকার স্থানীয় পত্রিকা দৈনিক অনির্বাণের সিনিয়র স্টাফ রিপোর্টার।

তিনি জানান, ‌‘গতরাতে ২০ জনের খাবারের জন্য আগে থেকেই হোটেল ডিএস প্যালেসে বুকিং করেন। সেই মোতাবেক পূজামণ্ডপ ঘুরে রাতে হোটেলে খেতে যান। খাওয়ার সময় বিদ্যুৎ চলে যায়। হোটেলের লোকজনকে জেনারেটর দিতে বললে তা নষ্ট বলে জানায়। কাস্টমাররা নিজেদের মোবাইল ফোনের আলো জ্বেলে খেতে থাকেন। এ সময় মোমবাতি চাইলে তা দিতেও গড়িমসি করে তারা। এ নিয়ে বাগবিতণ্ডার এক পর্যায়ে হোটেল মালিক ও তার কর্মচারীরা ২-৩টি প্লেট ভেঙে ফেলেন। এরপর দরজা আটকে পুরুষ, নারী ও শিশুদের মারধর করেন। নারী ও শিশুরা এ ঘটনায় ভীত হয়ে কান্নাকাটি শুরু করেন।’

উত্তম সরকার আরও জানান, ‘তিনি ৯৯৯-এ কল করে পুলিশকে ঘটনা জানান । এরপর খুলনা থানার সেকেন্ড অফিসার টিপু সুলতানকেও ফোনে জানান। তিনি পুলিশ পাঠিয়ে রাত ২টার দিকে তাদের উদ্ধার করেন। এ সময় তিনি ঘটনাস্থল হোটেল যান। খেতে যারা গিয়েছিল তাদের ১৫ জনই নারী ও শিশু। এর মধ্যে রয়েছেন তার মা, দুই বোন, ভগ্নিপতি, চার ভাগনে-ভাগনি, তার স্ত্রী, দুই মেয়ে, ছোট ভাইয়ের স্ত্রী, তার দুই শিশু, তার এক আত্মীয়ের স্ত্রী ও দুই শিশু, তার ছোট ভাই ও দুই মামাতো ভাই।’

এ বিষয়ে হোটেল ডিএস প্যালেস ম্যানেজার মো. নাসিম জানান, ‘রাতে তিনি হোটেলে ছিলেন না। তাই এ ধরনের ঘটনা নজরে আসেনি। বিষয়টি খোঁজ-খবর নিয়ে দেখছেন।’

খুলনা সদর থানার সেকেন্ড অফিসার টিপু সুলতান জানান, খবর পেয়ে থানা থেকে ফোর্স পাঠিয়ে ভুক্তভোগীদের উদ্ধার করা হয়। তবে এ সময় কাউকে আটক করা হয়নি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


সম্পর্কিত বিষয়:

সাংবাদিক

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top