সোমবার, ৬ই মে ২০২৪, ২৩শে বৈশাখ ১৪৩১


আজ থেকে মুখরিত সুন্দরবন


প্রকাশিত:
১ সেপ্টেম্বর ২০২২ ২৩:৩৬

আপডেট:
৬ মে ২০২৪ ০৭:৫৪

 ছবি : সংগৃহীত

দীর্ঘ ৩ মাস বন্ধ থাকার পর বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) থেকে আবারও উন্মুক্ত করে দেওয়া হয়েছে সুন্দরবন। মাছের প্রজনন মৌসুমের কারণে গত ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত বনে পর্যটক ও জেলেদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছিল বনবিভাগ। মূলত মাছের প্রজনন নির্বিঘ্ন করতেই সেসময় বনবিভাগ এ নিষেধাজ্ঞা জারি করে।

জান গেছে, মাছের প্রজনন মৌসুমে সুন্দরবনের নদী-খালে মাছ শিকার করলে ও পর্যটকবাহী নৌযান চলাচল করলে মাছের প্রজনন বিঘ্নিত হয়ে থাকে। তাই টানা ৩ মাসের নিষেধাজ্ঞা শেষে আজ বৃহস্পতিবার ভোর থেকেই জেলেরা সুন্দরবনের নদী-খালে মাছ ধরতে নেমেছেন। সেইসঙ্গে সকাল থেকে ট্যুর অপারেটররাও লঞ্চ, জালিবোট ও ট্রলারসহ বিভিন্ন নৌযানে পর্যটক পরিবহণ ও ভ্রমণে সুন্দরবনে প্রবেশ করতে শুরু করেছেন। তবে পদ্মা সেতু চালু হওয়ায় এ মৌসুমে সুন্দরবনে পর্যটকদের আগমন আগের তুলনায় অনেক বাড়বে বলে জানিয়েছে বনবিভাগ।

সুন্দরবন পূর্ব বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মুহাম্মদ বেলায়েত হোসেন জানান, ‘পদ্মা সেতু চালু হওয়াতে বিগত সময়ের তুলনায় এবার সুন্দরবনে পর্যটকদের ভিড় বাড়বে। তাই পর্যটকদের ভ্রমণ সুবিধার্থে ও চাহিদা পূরণে আরও দুইটি নতুন পর্যটন কেন্দ্র গড়ে তোলা হয়েছে।’

এই কর্মকর্তা আরও জানান, ‘জেলেরাও পাসপারমিট নিয়ে সুন্দরবনের নদী-খালে মাছ ধরতে যাওয়া শুরু করেছেন। নিষেধাজ্ঞার পরের এই সময়টাতে তারা তুলনামূলকভাবে অধিক পরিমাণ মাছ আহরণ করতে পারবেন। মোংলা থেকে সুন্দরবনের করমজল, হাড়বাড়ীয়া, হিরণপয়েন্ট, নীলকমল, কটকা, কচিখালী ও দুবলা চরে ভ্রমণ করে থাকেন দেশ-বিদেশের দর্শনার্থীরা। দিনকে দিন দর্শনার্থীদের চাপ বাড়তে থাকায় নতুন করে আকর্ষণীয়ভাবে বনের আন্ধারমানিক ও আলীবান্ধায় দুইটি পর্যটন কেন্দ্র গড়ে তুলেছে বনবিভাগ।’

সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজাদ কবির জানান, ‘দীর্ঘ ৩ মাস সুন্দরবনে পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা ছিল। আজ ১ সেপ্টেম্বর থেকে সুন্দরবন উন্মুক্ত হওয়ায় পর্যটকদের ঢল নামতে শুরু করেছে। দীর্ঘ দিন পর আবারও পর্যটকদের পদচারণা ও কোলাহলে মুখরিত হয়ে উঠছে সুন্দরবন। সেইসঙ্গে জেলেরাও জাল ফেলতে শুরু করেছেন বনের নদী-খালগুলোতে।’

এর আগেও করানো প্রাদুর্ভাবসহ নানা কারণে কয়েক দফায় দীর্ঘ সময় ধরে সুন্দরবনের পর্যটন কেন্দ্রগুলো বন্ধ ছিল। বন্ধ ছিল জেলেদের মৎস্য শিকারও। তাই আজ থেকে আবারও পর্যটক ও জেলেদের আগমনে উৎসবমুখর হয়ে উঠতে শুরু করেছে সুন্দরবন।


সম্পর্কিত বিষয়:

সুন্দরবন

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top