শুক্রবার, ২৪শে অক্টোবর ২০২৫, ৯ই কার্তিক ১৪৩২

Shomoy News

Sopno


এবার নিষিদ্ধ হলেন লিওনেল মেসির দেহরক্ষী


প্রকাশিত:
২ আগস্ট ২০২৫ ১১:৩৭

আপডেট:
২৪ অক্টোবর ২০২৫ ১৮:৩৯

ছবি সংগৃহীত

কিছুদিন আগেই মেজর লিগ সকারে (এমএলএস) লিওনেল মেসির এক ম্যাচ নিষিদ্ধ হওয়া নিয়ে ঘটে গেছে নানা কাণ্ড। সেই ঘটনার রেশ কাটাতে না কাটতেই আরেকটি নিষেধাজ্ঞার খবর পেলেন আর্জেন্টাইন কিংবদন্তি।

ডেইলি মেইলের প্রতিবেদন অনুযায়ী, এবার লিগস কাপে নিষিদ্ধ হয়েছেন লিওনেল মেসির দেহরক্ষী ইয়াসিন চুয়েকোর।

গত বুধবার ফোর্ট লডারডেলে ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে ইন্টার মায়ামি মুখোমুখি হয়েছিল ক্লাব অ্যাটলাসের। ওই ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়দের কথোপকথনের মাঝে বাধা হয়ে দাঁড়ান ইয়াসিন। যা নিয়ে অ্যাটলাসের এক খেলোয়াড় সংবাদ সম্মেলনে ক্ষোভ প্রকাশ করেন। তার অভিযোগের ভিত্তিতে নিষেধাজ্ঞার পথে হাঁটল লিগস কাপ কর্তৃপক্ষ।

লিগস কাপ ডিসিপ্লিনারি কমিটির এক বিবৃতিতে বলা হয়েছে, ‘৩০ জুলাই ইন্টার মায়ামি ও ক্লাব অ্যাটলাস ম্যাচের পর অনুমতি ছাড়া সংরক্ষিত এলাকায় ঢুকে অনুপযুক্ত আচরণ করেছেন মায়ামির এক প্রতিনিধি।

লিগস কাপ ২০২৫ টুর্নামেন্টের নীতিমালা অনুসারে, ডিসিপ্লিনারি কমিটি তাকে চলতি বছর প্রতিযোগিতার বাকি অংশ থেকে নিষেধাজ্ঞা দিচ্ছে। ওই সময়ে তিনি আর টেকনিক্যাল এরিয়ায় প্রবেশ করতে পারবেন না এবং ইন্টার মায়ামির ওপর অপ্রকাশ্য জরিমানা আরোপ করা হয়েছে।’

যদিও মায়ামির কোনো সদস্য নিষিদ্ধ তা আনুষ্ঠানিক বিবৃতিতে উল্লেখিত না হলেও, সূত্রের বরাতে নিশ্চিত হয়েছে যে, সেই ব্যক্তি মেসির দেহরক্ষী ইয়াসিন চুকো। এর আগে তার ওপর ক্ষোভ জানিয়ে ক্লাব অ্যাটলাসের ডিফেন্ডার মাথিয়াস দোরিয়া বলেছিলেন, ‘আমরা ইতোমধ্যে জানতে পেরেছি বোর্ড বিষয়টি নিয়ে কাজ করছে। আমি বুঝতে পারছি মেসির দেহরক্ষী সেখানে তাকে ভক্তদের কাছ থেকে রক্ষা করার জন্য অবস্থান করছিলেন। কিন্তু তিনি খেলোয়াড়দের মাঝে কেন এলেন বুঝলাম না, তার তো সেই অনুমতি নেই।’

মেসির দেহরক্ষীর কারণে অন্য খেলোয়াড়দের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে বলেও পরোক্ষ ইঙ্গিত দোরিয়ার, ‘বিষয়টি নিয়ে আমাদের খুব বেশি কিছু বলা কিংবা মতামত দেওয়ার প্রয়োজন নেই, তবে সেটি ইতোমধ্যে বোর্ড এবং লিগস কাপ কর্তৃপক্ষের নজরে পড়ার কথা। কেবল মেসিই নন, সকল খেলোয়াড়েরই নিরাপত্তা প্রয়োজন। সেখানে আমাদের মাঝে অন্য কারও উপস্থিতি হয়তো স্বাভাবিক, আবার কেউ সেটি চাইবেও না। আমারও তা নিয়ে কিছু করার প্রয়োজন নেই।’

ইয়াসিনকে মাঠে নিষেধাজ্ঞা দেওয়ায় এখন থেকে তিনি আর ইন্টার মায়ামির ম্যাচ চলাকালীন সাইডলাইনে থাকতে পারবেন না। এই নিষেধাজ্ঞা মেজর লিগ সকারের (এমএলএস) পাশাপাশি কনকাকাফ চ্যাম্পিয়নস কাপে বলবৎ ছিল, নতুন করে যুক্ত হয়েছে লিগস কাপ।

তবে ইয়াসিন ইন্টার মায়ামির ড্রেসিং রুম ও মিক্সড জোনে মেসির পাশে থাকতে পারবেন। ৩৫ বছর বয়সী ইয়াসিন একজন আমেরিকান। বাবার সূত্রে আমেরিকান হলেও মা ফরাসি। ইয়াসিন সাবেক মিক্সড মার্শাল আর্টিস্ট, কাজ করেছেন মার্কিন নৌবাহিনীতেও।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top