শনিবার, ১০ই জানুয়ারী ২০২৬, ২৭শে পৌষ ১৪৩২

Shomoy News

Sopno


মোহাম্মদপুরে বাসে আগুন, নিহত ১


প্রকাশিত:
২৯ অক্টোবর ২০২৩ ১৩:০৯

আপডেট:
১০ জানুয়ারী ২০২৬ ০৯:২৭

ছবি সংগৃহীত

বিএনপি-জামায়াতের ডাকা হরতালে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ককটেল ফাটিয়ে দুই বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় পালাতে গিয়ে আব্দুর রশিদ (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

রবিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে মোহাম্মদপুরের টাউন হল এলাকায় এ ঘটনা ঘটে।

বাসচালক মনিরুল ইসলাম জানান, সকাল ১০ টার পর পরিস্থান পরিবহন গাড়িটি নিয়ে টাউন হল পার্কের সামনে এলে গলি থেকে মোটরসাইকেলে করে চারজন যুবক এসে রাস্তায় ৪টি ককটেল বিস্ফোরণ ঘটায়। এরপর যাত্রীদের নামিয়ে দিয়ে বাসে আগুন ধরিয়ে দেয়।

এ বিষয়ে তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার আজিজুল হক বলেন, ভোর রাতের দিকে ময়ূর ভিলার বিপরীত পাশে বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা স্বাধীন পরিবহনের একটি বাসে দুর্বৃত্তরা আগুন দেয়। এ সময় হাতেনাতে একজনকে আটক করা হয়। অন্যদিকে সকাল সাড়ে দশটার দিকে পরিস্থান পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় পালাতে গিয়ে একজন নিহত হয়েছেন।

তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় নিশ্চিত করতে পারেনি এ পুলিশ কর্মকর্তা। তবে সূত্রে জানা গেছে, নিহত ওই যুবকের নাম আব্দুর রশিদ।

বিস্তারিত আসছে...


সম্পর্কিত বিষয়:

#অগ্নিকাণ্ড

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top