শুক্রবার, ৩০শে জানুয়ারী ২০২৬, ১৬ই মাঘ ১৪৩২


লকডাউনে নিয়মভঙ্গে সাড়ে ৭ লাখ টাকা জরিমানা!


প্রকাশিত:
৭ জুন ২০২০ ১৬:০১

আপডেট:
৩০ জানুয়ারী ২০২৬ ০৫:২৮

গত কয়েকমাসে করোনার কারনে সারাবিশ্বে মৃতের সংখ্যা চার লাখ ছাড়িয়ে গেছে। বিশ্বব্যাপি চলছে লকডাউন। তবে এই লকডাউনের নিয়মভঙ্গের একাধিক ঘটনা প্রায়ই শিরোনাম হচ্ছে। কখনও নিয়ম অমান্য করে কেউ পৌঁছে গেছেন শপিং মলে, তো কেউ গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছেন।

নিয়মভঙ্গে পিছিয়ে নেই জার্মানরাও। সম্প্রতি বরুশিয়া ডর্টমুন্ড ক্লাবের দুই তারকা জ্যাডোন স্যাঞ্চো এবং ম্যানুয়েল আকানজি সুরক্ষাবিধি না মেনেই লকডাউনের আবহে হেয়ার স্টাইলিস্ট ডেকে বাড়িতেই চুল কাটেন। সেই ছবি আবার তারা ফলাও করে পোস্ট করেন সামাজিক যোগাযোগ মাধ্যমেও। যেখানে দেখা যায়, ফুটবলার ও হেয়ার স্টাইলিস্ট, কারও মুখেই নেই মাস্ক। চুল কাটার সময় হাতে গ্লাভসও পরেননি সেই স্টাইলিস্ট। অর্থাৎ সংক্রমণকে বুড়ো আঙুল দেখিয়েই লকডাউনের আবহে চুলের ছাঁট নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন তারা।

এ খবর জার্মান ফুটবল ফেডারেশনের কাছে যেতেই কড়া পদক্ষেপ নেওয়া হয়। জানিয়ে দেওয়া হয়, নিয়মভঙ্গের দায়ে মোটা অঙ্কের জরিমানা। জানা গেছে, বাংলাদেশি মুদ্রায় আনুমানিক ৭ লাখ ৫৬ হাজার টাকা জরিমানা গুনতে হয় তাদের।

ফেডারেশন জানায়, সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি না মেনেই স্যাঞ্চোরা হেয়ারকাট করেছেন। যার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া দরকার ছিল। সেই জন্যই তাদের ৮ হাজার ৯০০ ডলার জরিমানা করা হয়। কিন্তু ফেডারশনের এই সিদ্ধান্ত কিছুতেই মেনে নিতে পারছেন না স্যাঞ্চো। টুইটারে ক্ষোভ উগরে দিয়ে ইংলিশ স্ট্রাইকার বলছেন, এই সিদ্ধান্ত নিতান্তই হাস্যকর। যদিও কিছুক্ষণের মধ্যেই টুইটটি মুছে ফেলেন তিনি।

তবে এই ঘটনায় ফুটবলারদের পাশে দাঁড়িয়েছে ডর্টমুন্ড। জানিয়েছে, বুন্দেশলিগায় নিয়মভঙ্গ করেননি তারা। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই ছবি দেখার পর ডাচ ফুটবল লিগের (DFL) পক্ষ থেকে দুই তারকার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেই জানা গেছে।



আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top