বিয়েতে জুতা চুরির অভিযোগে মামলা দিলেন ম্যাক্সওয়েল!
প্রকাশিত:
২৯ মার্চ ২০২২ ২১:৫২
আপডেট:
৩১ জানুয়ারী ২০২৬ ০৫:১০
ভারতীয় বংশোদ্ভূত বিনি রামনকে সম্প্রতি বিয়ে করেছেন অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েল।
গত সপ্তাহে আনুষ্ঠানিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন ম্যাক্সওয়েল-বিনি। গত কয়েক বছর ধরে দুইজনের প্রণয়ের সম্পর্ক পরিণতি পেল আত্মীয়, পরিজন এবং ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে।
বিয়ের অনুষ্ঠান প্রথমে হল অস্ট্রেলীয় রীতি মেনে। পরে আবার ভারতীয় রীতি অনুযায়ীও বিয়ে করলেন নব দম্পতি। দু’জনের পরনেই ছিল ভারতীয় পোষাক।
বিয়ের অনুষ্ঠানে অবিনির ভাই-বোন-বন্ধুরা নতুন জামাইবাবুর জুতো লুকিয়ে রেখে মজা করতে চেয়েছিলেন। বিষয়টি জানা ছিল না অস্ট্রেলীয় ক্রিকেটারের।
কড়া নিরাপত্তা সত্ত্বেও জুতো চুরি হয়ে গিয়েছে ভেবে মামলা করেন ম্যাক্সওয়েল। পরে অবশ্য ব্যাপারটি পরিষ্কার হয় ম্যাক্সওয়েলের কাছে। উপমহাদেশের বিয়েতে এমন মজার রীতি চালু আছে জানতে পেরে অভিযোগ প্রত্যাহার করে নেন অস্ট্রেলীয় অলরাউন্ডার।
এসএন/তাজা/২০২২

আপনার মূল্যবান মতামত দিন: