সোমবার, ২৯শে এপ্রিল ২০২৪, ১৫ই বৈশাখ ১৪৩১

Rupali Bank


ভারতকে হারিয়ে স্বর্ণ জিতলো বাংলাদেশ


প্রকাশিত:
২০ মার্চ ২০২২ ০১:১৪

আপডেট:
২০ মার্চ ২০২২ ০১:২২

 ছবি : সংগৃহীত

থাইল্যান্ড থেকে আরেকটি স্বর্ণের খবর দিলেন বাংলাদেশের আরচাররা। শনিবার দেশটির ফুকেটে এশিয়া কাপ ওয়ার্ল্ড র‍্যাঙ্কিং আরচারির স্টেজ ওয়ানে বাংলাদেশের প্রথম স্বর্ণ জিতেছিলেন রোমান সানা ও নাসরিন আক্তার।

দুপুরে ভারতকে ৫-৪ সেট পয়েন্টে হারিয়ে রিকার্ভ নারী দলগততে বাংলাদেশের ৩ আরচার দিয়া সিদ্দিকী, নাসরিন আক্তার ও ফামিদা সুলতানা নিশা স্বর্ণ জিতেছেন। এ নিয়ে বাংলাদেশ দুটি স্বর্ণ জিতলো।

আরেকটি স্বর্ণও নিশ্চিত বাংলাদেশের। অল বাংলাদেশ ফাইনালে মুখোমুখি হবেন দিয়া সিদ্দিকী ও নাসরিন আক্তার।

রিকার্ভ নারী দলগত ইভেন্টের ফাইনালে ভারতের বিপক্ষে ফলাফল ৪-৪ সেটে সমান হলে টাইব্রেকারে স্বর্ণ নির্ধারণ হয়। টাইব্রেকারে বাংলাদেশ ২৮-২৭ পয়েন্টে ভারতকে পরাজিত করে।

প্রথম সেটে বাংলাদেশ ৪৭-৪৮ পয়েন্টে হেরে যায়। পরের সেটে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ ৫৪-৪৫ পয়েন্টে জিতে। তৃতীয় সেটে বাংলাদেশ জেতে ৬০-৫৬ পয়েন্টে।

চতুর্থ সেটে ভারত ৫৬-৫০ পয়েন্টে জিতে ফাইনালকে টাইব্রেকারে নিয়ে যায়। শ্বাসরুদ্ধকর টাইব্রেকারে বাংলাদেশ ২৮-২৭ পয়েন্টে ভারতকে হারিয়ে স্বর্ণ নিশ্চিত করে।

এসএন/তাজা/২০২২



আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top