কোহলির শততম টেস্টে মুশফিকের অভিনন্দন
 প্রকাশিত: 
                                                ৪ মার্চ ২০২২ ২২:১৪
 আপডেট:
 ৩১ অক্টোবর ২০২৫ ১৪:৫৫
                                                
 
                                        সময়ের অন্যতম সেরা ব্যাটার বিরাট কোহলির ১০০তম টেস্ট খেলার উপলক্ষে তাকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক ও অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। ক্যারিয়ারে ১০০ টেস্ট ম্যাচ খেলা বিশেষ অনুভূতি বলে মনে করেন মুশফিক।
বিশ্বের ৭১তম ও ভারতের ১২তম ক্রিকেটার হিসেবে ১০০ ম্যাচ খেলার গৌরব অর্জন করলেন কোহলি। এখন পর্যন্ত খেলা ৯৯ ম্যাচে ১৬৮ ইনিংস ব্যাটিং করে ২৭ সেঞ্চুরি ও ২৮ ফিফটিতে ৭৯৬২ রান করেছেন তিনি। ম্যাচে ৩৮ রান করলে ভারতের ষষ্ঠ ব্যাটার হিসেবে ৮ হাজার রানের ক্লাবে প্রবেশ করবেন তিনি।
কোহলির ১০০ টেস্টের মধ্যে চারটিতে ছিলেন মুশফিক। সেই চার ম্যাচে দুই সেঞ্চুরিতে ৩৯২ রান করেছেন কোহলি। কম যাননি মুশফিকও। তিনি এক সেঞ্চুরি ও দুই ফিফটিতে করেছেন ৩৩৩ রান। সবমিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে মোট ২০ ম্যাচে প্রতিপক্ষ দলে ছিলেন মুশফিক ও কোহলি।
নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় মুশফিক লিখেছেন, ‘১০০তম টেস্ট খেলা বিরাট কোহলিকে অভিনন্দন। এটি নিশ্চিতভাবেই একটি বিশেষ অনুভূতি হবে। কারণ কাজটি মোটেও সহজ নয়। আমাদের সময়ের অন্যতম সেরা ক্রিকেটারের জন্য শুভকামনা।’
এসএন/তাজা/২০২২



 
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            
আপনার মূল্যবান মতামত দিন: