শুক্রবার, ৩রা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১


করোনা আক্রান্ত সাউথ আফ্রিকার ৭ ক্রিকেটার


প্রকাশিত:
২৩ জুন ২০২০ ১৮:৩২

আপডেট:
২৪ জুন ২০২০ ০১:৪৫

ছবি: সংগৃহীত

করোনার অদৃশ্য জীবাণু দ্বারা পাকিস্তানসহ একাধিক দেশের ক্রিকেটাররা আক্রান্ত হয়েছেন। এবার দক্ষিণ আফ্রিকার ৭ জন ক্রিকেটারের করোনা পজিটিভ বলে জনিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। তবে, কারা আক্রান্ত হয়েছেন, তা প্রকাশ করেনি ক্রিকেট সাউথ আফ্রিকা।

সিএসএ'র ভারপ্রাপ্ত নির্বাহী জ্যাক ফল জানান, কমপক্ষে ১০০ জনকে করোনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে খেলোয়াড় ও সাপোর্ট স্টাফরাও আছেন। বোর্ড সংশ্লিষ্ট অনেককেই পরীক্ষার আওতায় আনা হয়েছে। বোর্ডের চিকিৎসা ও নৈতিকতা নীতি মেনে আক্রান্তদের নাম ঠিকানা প্রকাশ করা হয়নি।

গত মার্চে লকডাউনে চলে যায় আফ্রিকান ক্রিকেট। পরিস্থিতির উন্নতি হলে খেলা ফেরাতে উদ্যোগ গ্রহন করে তারা। তবে, এ দু:সংবাদে নিশ্চিতভাবেই পিছিয়ে দিল প্রোটিয়া ক্রিকেটকে। এতে, আবার কবে নাগাদ ক্রিকেট মাঠে ফিরবে তা নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে।

পৃথিবীতে ৯০ লাখের বেশির মানুষ এখন করোনায় আক্রান্ত। বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদিসহ একাধিক পাক ক্রিকেটারও করোনায় আক্রান্ত। এর আগে ইতালিয়ান লিগে খেলা আর্জেন্টাইন তারকা দিবালাসহ অনেক ফুটবলার করেনায় আক্রান্ত হয়েছেন।



আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top