চলে গেলেন আকরাম খানের ভাই আকবর
প্রকাশিত:
১৭ ফেব্রুয়ারি ২০২২ ২১:৫১
আপডেট:
২ আগস্ট ২০২৫ ১২:০৩

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক তামিম ইকবালের চাচা ও বিসিবি পরিচালক আকরাম খানের ছোট ভাই আকবর খান (৪৫) মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
বুধবার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টায় ইন্তেকাল করেছেন তিনি। মৃত্যুকালে আকবরের বয়স হয়েছিল ৪৫ বছর।
আকরাম খান বলেন, ‘রাত ৩টার দিকে তার মৃত্যু হয়। অনেকদিন ধরেই কিডনিজনিত সমস্যায় ভুগছিল। রাতে হার্টঅ্যাটাকে মৃত্যু হয়। বাদ আসর জানাজার পর আমাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।’ আজ (বৃহস্পতিবার) বাদ আসর চট্টগ্রামের এমএ আজিজ আউটার স্টেডিয়ামে আকবর খানের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
আপনার মূল্যবান মতামত দিন: