অভিষেকেই পদক জিতলেন বাংলাদেশের নারী বডিবিল্ডার মৌ
প্রকাশিত:
৬ ডিসেম্বর ২০২১ ২২:১৯
আপডেট:
২ আগস্ট ২০২৫ ১৩:১৮

বাংলাদেশের নারী বডিবিল্ডার চট্টগ্রামের মেয়ে মাকসুদা মৌ। আন্তর্জাতিক মঞ্চে প্রথমবারের মত অংশ নিয়েই বাজিমাত করেছেন তিনি। ভারতের মুম্বাইয়ে চলমান আইএইচএফএফ অলিম্পিয়া অ্যামেচার বডিবিল্ডিংয়ে অংশ নিয়ে অভিষেকেই পদক জিতেছেন মৌ। সর্বশেষ বাংলাদেশ গেমস ও জাতীয় চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হওয়া মাকসুদা মুম্বাইয়ে ওমেন ফিজিক ক্যাটাগরিতে যৌথ রানারআপ হয়েছেন।
বিভিন্ন দেশের ৩০ জন নারী বডিবিল্ডারের সঙ্গে প্রতিযোগিতা করে সেরা চারে থাকা মৌ বিচারকদের রায়ে তৃতীয় রানারআপ হয়েছেন।
অনেক বাঁধা পেরিয়ে বহু নারীর অনুপ্রেরণা হয়ে উঠেছেন মাকসুদা। ছোট থেকে অবশ্য শরীরচর্চার প্রতি কোনও আলাদা ভাললাগা ছিল না তার। পড়াশোনার জন্য কয়েক বছর ভারতে ছিলেন মাকসুদা। তখনই তিনি সুস্থ থাকার জন্য জিমে যোগ দেন। এরপর শরীরচর্চা তার প্রতিদিনের অভ্যাসে পরিণত হয়।
প্রতিদিন যেমন খেতে, ঘুমাতে হয়, শরীরচর্চাও তার কাছে ঠিক ততটাই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। পরবর্তীতে শরীরচর্চার প্রতি আগ্রহ দেখে এই বিষয়ে পড়াশোনা শুরু করেন মাকসুদা। এরপর বডিবিল্ডিংকেই স্বপ্ন বানিয়েছেন তিনি। মাকসুদার ইচ্ছা- একদিন বিশ্বের বুকে নারী বডিবিল্ডিংয়ে বাংলাদেশের পতাকা উড়বে।
আপনার মূল্যবান মতামত দিন: