শনিবার, ২রা আগস্ট ২০২৫, ১৮ই শ্রাবণ ১৪৩২

Shomoy News

Sopno


বিশ্বরেকর্ড গড়ল রিজওয়ান!


প্রকাশিত:
১২ নভেম্বর ২০২১ ১২:২৬

আপডেট:
২ আগস্ট ২০২৫ ১৫:৩২

ছবি-সংগৃহীত

একর পর এক রেকর্ড গড়ছেন পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। প্রতি ম্যাচেই গড়ছেন নতুন নতুন রেকর্ড।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনালে আরও এক বিশ্বরেকর্ড গড়লেন রিজওয়ান। লেগস্পিনার অ্যাডাম জাম্পাকে ছক্কা মেরে রিজওয়ান গড়লেন এক বছরে ১ হাজার রান করার বিশ্বরেকর্ড।

এ বছরের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের রেকর্ড আগেই করেছিলেন পাকিস্তানের এই উইকেটরক্ষক ব্যাটার। আজ ব্যাটিংয়ে নামার আগে চলতি বছর ১০০০ রান করতে রিজওয়ানের দরকার ছিল মাত্র ৩৪ রান।

ডেভিড ওয়ার্নার ও অ্যাডাম জাম্পার হাত থেকে পাওয়া ‘জোড়া জীবন’ ভালোমতোই উপভোগ করেন তিনি। একের পর এক বাউন্ডারিতে বোলারদের নাজেহাল করতে থাকেন।

ইনিংসের ১২তম ওভারে আসে সেই মাহেন্দ্রক্ষণ। ৩য় বলে জাম্পাকে ডিপ স্কয়ার লেগ দিয়ে স্লগ সুইপে ছক্কা হাঁকিয়ে রিজওয়ান ঢুকে যান ইতিহাসের পাতায়। এক পঞ্জিকাবর্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম ব্যাটার হিসেবে ছুঁয়ে ফেলেন ১০০০ রানের মাইলফলক।



আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top