১২০ ডলার ত্রাণের জন্য আবেদন নেইমারের!
 প্রকাশিত: 
                                                ৬ জুন ২০২০ ১৮:০৭
 আপডেট:
 ৬ জুন ২০২০ ১৮:০৭
                                                
 
                                        ব্রাজিলিয়ান তারকা নেইমার বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারদের একজন। করোনাকালেও যার আয় বাংলাদেশি মুদ্রায় ৮১১ কোটি ২২ লাখ টাকা। অথচ সেই নেইমার ১২০ ডলারের (ব্রাজিলিয়ান ৬০০ রিয়াল) ত্রাণ পেতে আবেদন করেছেন! সেই আবেদন মঞ্জুরও হয়েছে। সে হিসাবে করোনা পরিস্থিতেতে নিম্ন আয়ের মানুষদের জন্য ব্রাজিল সরকারের ত্রাণ সাহায্য পেতে যাচ্ছেন নেইমারও!
বিষয়টিকে হাস্যকর হলেও ব্রাজিলের ত্রাণ তালিকায় নেইমারের নাম রয়েছে বলে নিশ্চিত করেছে স্থানীয় গণমাধ্যম ‘ইউওএল’।
এছাড়া ফ্রান্সের প্যারিসভিত্তিক বার্তা সংস্থা এএফপিসহ আন্তর্জাতিক বেশ কয়েকটি গণমাধ্যমেও একই তথ্য প্রকাশ হয়েছে।
ইউওএলের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, তারকা ফুটবলার নেইমারের নাম, জন্মতারিখ আর আইডি নাম্বার ব্যবহার করে ব্রাজিলে কে বা কারা করোনার ত্রাণের জন্য আবেদন করেছে। প্রথমে তা মঞ্জুরও হয়ে গেলেও পরে যাচাই বাছাই করে তালিকা থেকে নেইমারের নাম কেটে দেয়া হয়।
ত্রাণের তালিকায় কিভাবে নেইমারের নাম যুক্ত হলো এ বিষয়ে দেশটির গণমাধ্যম ইউওএলকে তার এক কর্মকর্তা বলেন, নেইমার যে এই আবেদন করেননি সেটি যে কেউ নিশ্চিত, তবে এমন দুষ্টুমি কে বা কারা করেছে সেটিও আমরা জানি না।



 
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            
আপনার মূল্যবান মতামত দিন: