রবিবার, ১১ই মে ২০২৫, ২৮শে বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


শামীমকে নিয়ে আশাবাদী নির্বাচকেরা


প্রকাশিত:
৯ সেপ্টেম্বর ২০২১ ১৯:৫৫

আপডেট:
১১ মে ২০২৫ ১৭:২৩

শামীম হোসেন পাটওয়ারীকে নিয়ে আত্মবিশ্বাসী বিসিবির নির্বাচকেরা। ফাইল ছবি : সংগৃহীত

তরুণ ক্রিকেটার শামীম হোসেন পাটওয়ারীকে বেশ ভাগ্যবান বলা যেতে পারে। খুব বেশি দিন হয়নি বাংলাদেশ জাতীয় দলে নাম লিখিয়েছেন। দেশের জার্সিতে খেলেছেন মোটে ছয়টি ম্যাচ। তাতেই জায়গা হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ১৫ সদস্যের দলে জায়গা হয়েছে তরুণ এই ক্রিকেটারের। জাতীয় দলে তাঁর অভিজ্ঞতা কম হলেও তরুণ এই ক্রিকেটারকে নিয়ে আত্মবিশ্বাসী বিসিবির নির্বাচকেরা।

বৃহস্পতিবার (০৯ সেপ্টেম্বর ) দল ঘোষণার সময় শামীমকে নিয়ে নিজেদের আশার কথা শোনালেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। বিশ্বকাপ দলে শামীমের সংযুক্তি নিয়ে নির্বাচকের মন্তব্য, ‘শামীমকে জিম্বাবুয়ে সিরিজ থেকে দলে রাখছি। অনূর্ধ্ব-১৯ ক্রিকেট খেলে এসেছে, আমাদের হাইপারফরম্যান্স ইউনিটে রেখে যথেষ্ট নার্সিং করা হয়েছে ওর। আমরা যথেষ্ট আত্মবিশ্বাসী তাকে নিয়ে। সে যে স্টাইলে খেলে, তাতে টি-টোয়েন্টি ফরম্যাটে ও যথেষ্ট ভালো খেলবে। আমরা নির্বাচক প্যানেল ওর ব্যাপারে আত্মবিশ্বাসী।’

আরও পড়ুন: প্রথমবারের মতো বিশ্বকাপ খেলবেন যারা

চলতি বছর ২৩ জুলাই জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টিতে অভিষেক হয় শামীম হোসেনের। ওই ম্যাচে ১৩ বলে ২৯ রানের ছোট্ট ইনিংস খেললেও, নিজের ব্যাটিং স্টাইল দিয়ে মুগ্ধ করেছিলেন তিনি। এরপর থেকে দলের সঙ্গেই রাখা হয়েছে তাঁকে। চলতি সিরিজেও এক ম্যাচেও না খেলা হলেও দলে আছেন তরুণ এই ব্যাটসম্যান। এবার তাঁর জায়গা হয়ে গেল বিশ্বকাপ দলেও।

আগামী মাসে পর্দা উঠবে ক্রিকেটের মেগা আসর টি-টোয়েন্টি বিশ্বকাপের। এই টুর্নামেন্টের জন্য মাহমুদউল্লাহর নেতৃত্বে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ বৃহস্পতিবার দুপুরে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে দল ঘোষণা করেছেন বিসিবির তিন নির্বাচক—মিনহাজুল আবেদিন নান্নু, হাবিবুল বাশার ও আব্দুল রাজ্জাক।

আগামী ১৭ অক্টোবর থেকে ওমান-পর্ব দিয়ে মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এর জন্য চলতি মাসের ১০ তারিখের মধ্যে স্কোয়াড জমা দেওয়ার সময়সীমা বেঁধে দিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা-আইসিসি। সময়সীমা শেষ হওয়ার আগের দিন আজ দল ঘোষণা করল বিসিবি।

বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ নিয়ে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ। ধারণা করা হচ্ছিল, এই দুই সিরিজের দলে থাকা ক্রিকেটারেরাই কাটবেন ওমান ও দুবাইয়ের টিকেট। ব্যতিক্রম হয়নি। ঘুরেফিরে এই দুই সিরিজের ক্রিকেটারেরাই আছেন বিশ্বকাপের স্কোয়াডে।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top