রবিবার, ২৮শে এপ্রিল ২০২৪, ১৪ই বৈশাখ ১৪৩১

Rupali Bank


ইমরান খানের মতো অধিনায়ক হতে চান বাবর আজম


প্রকাশিত:
২৬ আগস্ট ২০২১ ২২:১০

আপডেট:
২৬ আগস্ট ২০২১ ২২:১৪

ফাইল ছবি

এই সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান বাবর আজম। তিন সংস্করণেই পাকিস্তান দলের অধিনায়ক তিনি। তার ওপর অগাধ আস্থা পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি)।

সেই আস্থার প্রতিদানও দিয়ে আসছেন বাবর। যদিও মাঝেমধ্যে খেই হারিয়ে ফেলেন তিনি। তবে অধিনায়ক হিসেবে নিজেকে আরও সুসংগঠিত করতে চান তিনি। এ ক্ষেত্রে স্বদেশি কিংবদন্তি অধিনায়ক ইমরান খানকে আইডল হিসেবে মানেন বাবর। ইমরান খানের পদাঙ্ক অনুসরণ করে দলকে এগিয়ে নিতে চান।

ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকউইককে দেওয়া এক সাক্ষাৎকারে ইমরান খানের প্রশংসা করলেন বাবর আজম।

বললেন, 'অধিনায়ক হলেন তিনি, যিনি দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে যাবেন। প্রতিটি খেলোয়াড় অধিনায়কের পারফরম্যান্সের দিকে তাকিয়ে থাকে। একজন দুর্দান্ত অধিনায়কই পারে দলের জয়ে সেরা ভূমিকা রাখতে। যে কারণে দলের ভালো হয় এমন সব ক্ষেত্রে আমি নিজেকে বিলিয়ে দিতে চাই।’

এমন পরিকল্পনা বাস্তবায়নে বিশ্বকাপজয়ী স্বদেশি সাবেক অধিনায়ক ইমরান খানকে অনুসরণ করবেন বলে জানান বাবর আজম।

বলেন, ’অধিনায়ক হিসেবে আমি ইমরান খানকে আমার আইডল মনে করি। আমি তার মাঠে আগ্রাসী মনোভাব ও খেলায় নেওয়া সব সাহসী সিদ্ধান্তগুলোর বিষয়ে শুনেছি। আমি সবসময়ই তার মতো অধিনায়ক হতে চাই।’

প্রসঙ্গত চার টি-টোয়েন্টি ও দুটি টেস্ট ম্যাচ খেলে পাকিস্তান তাদের ওয়েস্ট ইন্ডিজ সফর শেষ করেছে। কিংস্টনে দ্বিতীয় টেস্টে পাকিস্তান ১০৯ রানে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দুই ম্যাচের সিরিজে সমতা এনেছে ১-১-এ। প্রথমটিতে ১ উইকেটে হেরেছিল বাবর আজমের দল।

তথ্যসূত্র: ক্রিক ট্র্যাকার


সম্পর্কিত বিষয়:

ইমরান খান

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top