সোমবার, ২৯শে এপ্রিল ২০২৪, ১৬ই বৈশাখ ১৪৩১

Rupali Bank


বাংলাদেশ-জিম্বাবুয়ে দ্বিতীয় ওয়ানডে

সিরিজে ফিরতে মরিয়া জিম্বাবুয়ে


প্রকাশিত:
১৮ জুলাই ২০২১ ১৬:৪০

আপডেট:
১৮ জুলাই ২০২১ ১৬:৪২

ফাইল ছবি

প্রথম ওয়ানডেতে ১৫৫ রানের দাপুটে জয় পাওয়া বাংলাদেশ আজ দ্বিতীয় ম্যাচে জিতে সিরিজ নিশ্চিত করতে চায়। অন্যদিকে, ঘুরে দাঁড়িয়ে সিরিজে ফিরতে মরিয়া প্রথম ম্যাচে বড় ব্যবধানে হেরে কোণঠাসা জিম্বাবুয়ে দল।

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ রোববার মুখোমুখি হচ্ছে স্বাগতিক জিম্বাবুয়ে ও সফরকারী বাংলাদেশ। হারারে স্পোর্টস ক্লাব মাঠে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর দেড়টায়।

প্রথম ম্যাচে জিতে রীতিমত ফুরফুরে মেজাজে সফরকারী বাংলাদেশ। আজকের ম্যাচটি জিতলেই তাই সিরিজ মুঠোয় ভরবে তামিম ইকবালের দল। সেই লক্ষ্যে সম্ভাবনা রয়েছে অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামার।

কেননা, চোটের কারণে এই ম্যাচেও খেলার সম্ভাবনা নেই অভিজ্ঞ পেসার মুস্তাফিজুর রহমানের। তবে চোট সামলে যথারীতি দলকে নেতৃত্ব দেবেন তামিম ইকবাল খান। প্রথম ওয়ানডেতে হ্যামস্ট্রিংয়ে টান পেয়ে কিছুটা অস্বস্তিতে ভোগায় পরের দিনটি বিশ্রামেই কাটিয়েছেন প্রথম ম্যাচের সেঞ্চুরিম্যান লিটন দাস, আজ দ্বিতীয় ওয়ানডেতে তাই শঙ্কা নেই তাকে নিয়েও।

অন্যদিকে, জিম্বাবুয়ের একাদশে আসতে পারে একাধিক পরিবর্তন। দীর্ঘদিন বাদে এই ম্যাচের মধ্যদিয়েই মাঠে ফিরতে পারেন অভিজ্ঞ অলরাউন্ডার সিকান্দার রাজা। ছন্দে ফিরতে মরিয়া দলটি অবশ্য একাধিক পরিবর্তনও আনতে পারে একাদশে।

আর উইকেটের চরিত্র নিয়ে নতুনত্ব দেখার সম্ভাবনা নেই বললেই চলে। একমাত্র টেস্ট ও প্রথম ওয়ানডের মতো এই ম্যাচেও পেসারদের জন্য সহায়ক উইকেট থাকার সম্ভাবনা রয়েছে।

এক নজরে দুই দলের সম্ভাব্য একাদশ
বাংলাদেশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসাইন সৈকত, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসাইন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

জিম্বাবুয়ে: ওয়েসলি মাধেভেরে, তাদিওয়ানাশে মারুমানি, ব্রান্ডন টেইলর (অধিনায়ক), ডিওন মেয়ার্স, রেগিস চাকাভা, সিকান্দার রাজা, রায়ান বার্ল, লুক জংওয়ে, ব্লেসিং মুজারাবানি, টেন্ডাই চাতারা ও রিচার্ড এনগারাভা।


সম্পর্কিত বিষয়:

বাংলাদেশ

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top