রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫, ১৪ই পৌষ ১৪৩২

Shomoy News

Sopno


টানা তিন বছর ৪০ গোল রোনালদোর, ২০২৬ সালেই কি হাজারতম?


প্রকাশিত:
২৮ ডিসেম্বর ২০২৫ ১৪:৩১

আপডেট:
২৮ ডিসেম্বর ২০২৫ ১৬:৩৫

ফাইল ছবি

সৌদি প্রো লিগে টানা দশম ম্যাচ জিতল আল নাসর। এই ম্যাচে জোড়া গোল করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। লিগে ১২তম গোল করে এক পঞ্জিকাবর্ষে ৪০ গোলের মাইলফলক ছুঁলেন সিআরসেভেন।

রিয়াল মাদ্রিদের সাবেক তারকা আল আখদৌদের বিপক্ষে ৩-০ গোলের জয়ে হ্যাটট্রিক করেছিলেন। কিন্তু অফসাইডের কারণে ভিএআরে তা বাতিল করা হয়। তার আগেই ৪০তম গোল করে ফেলেন তিনি।

বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে গোল করে যাচ্ছেন ৪০ বছর বয়সী রোনালদো। এক পঞ্জিকাবর্ষে এনিয়ে ১৪ বার ৪০ গোল করলেন তিনি।

আরেক মৌসুমে একই ধারা বজায় রাখলে এক হাজার গোল হতে আর বেশি দেরি নেই। ৯৫৬ গোল তার, দরকার আর ৪৪টি। বছরের শেষ ম্যাচে আল ইত্তিহাদের বিপক্ষে সেই দূরত্ব কিছুটা কমাতে পারেন রোনালদো।

এনিয়ে ১৪টি ভিন্ন বছরে ৪০ গোল করা রোনালদোর সেরা সময় ছিল ২০১৩ সালে। ওইবার ক্লাব ও দেশের হয়ে ৬৩ গোল করেছিলেন তিনি। এনিয়ে টানা তিন বছর ৪০ গোলের মাইলফলক স্পর্শ করলেন।

চলতি মৌসুমে ৯ লিগ ম্যাচে ১২ গোল করে রোনালদো বুঝিয়ে দিলেন, তার সাফল্যের ক্ষুধা এতটুকু কমেনি। আগামী ফেব্রুয়ারিতে ৪১তম জন্মদিন পালন করতে যাওয়া পর্তুগাল অধিনায়ক ম্যাচ শেষে বললেন, ‘সফলতার একটাই পথ- কঠোর পরিশ্রম।’

২০১০ সালে রোনালদো ৪৮ গোল করেছিলেন। তারপর ২০১১ সালে ৬০ গোল। পরের তিন বছরও ষাটের বেশি গোল করেন তিনি, যথাক্রমে ৬৩, ৬৯ ও ৬১। ২০১৫, ২০১৬ ও ২০১৭ সালে ৫৭, ৫৫ ও ৫৩ গোলে করেন রোনালদো। ২০১৮ সালে ৪৯, ২০২০ সালে ৪৪, ২০২১ সালে ৪৭ গোল। গত দুই বছরে তার গোল এসেছে ৫৪ ও ৪৩টি।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top