মঙ্গলবার, ৯ই ডিসেম্বর ২০২৫, ২৫শে অগ্রহায়ণ ১৪৩২

Shomoy News

Sopno


হঠাৎ করে আইপিএলের নিলামে ডি কক


প্রকাশিত:
৯ ডিসেম্বর ২০২৫ ১১:১৩

আপডেট:
৯ ডিসেম্বর ২০২৫ ১২:৩৫

ফাইল ছবি

আইপিলের নিলাম হতে বাকি আর এক সপ্তাহ। আগামী ১৬ ডিসেম্বর আবুধাবির ইতিহাদ এরেনায় হবে খেলোয়াড় কেনার এই অনুষ্ঠান। শুরুতে নিলামের জন্য ১৩৫৫ জনের নিবন্ধনের কথা জানায় বিসিসিআই। ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে আলোচনার পর এই তালিকা হালনাগাদ করে ৩৫০ জনের করা হয়েছে। নতুন করে নেওয়া হয়েছে ৩৫ জনকে, তাদের মধ্যে কুইন্টন ডি কক এসেছেন শিরোনামে।

ক্রিকবাজের এক প্রতিবেদন নিশ্চিত করেছে, বিসিসিআই ফ্র্যাঞ্চাইজিদের কাছে একটি মেইল দিয়ে মিনি অকশনের সময় জানিয়েছে। ওই দিন স্থানীয় সময় বেলা ১টায় (বাংলাদেশ সময় ৩টা) ৩৫০ জন খেলোয়াড়কে নিয়ে নিলাম হবে।

এই সাড়ে তিনশ খেলোয়াড়ের মধ্যে ২৪০ জন ভারতীয়, ১১০ জন বিদেশি। ৭৭ জন খেলোয়াড়ের স্লট ফাঁকা, এর মধ্যে বিদেশি ৩১ জন। সবচেয়ে বেশি অর্থ আছে কলকাতা নাইট রাইডার্সের- ৬৪ কোটি ৩০ লাখ ভারতীয় রুপি। এখনো তারা ৬ বিদেশিসহ ১৩ জন খেলোয়াড় কিনতে পারবে।

নতুন করে অন্তর্ভুক্ত ৩৫ জন খেলোয়াড়ের মধ্যে শ্রীলঙ্কান খেলোয়াড়রাও আছেন, যারা প্রাথমিক তালিকায় ছিলেন না। ডি ককের নাম যুক্ত করা হয়েছে একটি ফ্র্যাঞ্চাইজির সুপারিশে। এবারে তার ভিত্তিমূল্য ১ কোটি রুপি, যা আগের মেগা নিলামের তুলনায় অর্ধেক। গতবার কলকাতা নাইট রাইডার্স দক্ষিণ আফ্রিকান ব্যাটারকে নিয়েছিল ২ কোটি রুপিতে। মৌসুমটা ভালো কাটাতে না পারায় তাকে ছেড়ে দেয় সাবেক চ্যাম্পিয়নরা। এবার উইকেটকিপার-ব্যাটারদের জন্য নির্ধারিত তৃতীয় স্লটে আছেন ডি কক।

হঠাৎ ডি কককে নিয়ে আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহ অস্বাভাবিক নয়। সম্প্রতি আন্তর্জাতিক অবসর থেকে সরে এসে তিনি ২২ গজ মাতাচ্ছেন। ভারতের বিপক্ষে বিশাখাপত্তমে তৃতীয় ও শেষ ওয়ানডেতে সেঞ্চুরি করেছেন এই ব্যাটার

নতুন খেলোয়াড়দের মধ্যে শ্রীলঙ্কার ত্রাভিন ম্যাথু, বিনুরা ফার্নান্দো, কুশল পেরেরাদুনিথ ভেল্লালাগে আছেন

বিসিসিআইয়ের তথ্য অনুযায়ী, নিলামের শুরু হবে ক্যাপড খেলোয়াড়দের নিয়ে- ব্যাটার, অলরাউন্ডার, উইকেটকিপার/ব্যাটার, ফাস্ট বোলার ও স্পিন বোলার ক্যাটাগরিতে। তারপর আনক্যাপড খেলোয়াড়দের তোলা হবে নিলামে।

নতুন যুক্ত:

বিদেশি খেলোয়াড়: আবর গুল (আফগানিস্তান), মিলস হ্যামন্ড (ইংল্যান্ড), ড্যান লেটগান (ইংল্যান্ড), কুইন্টন ডি কক (দক্ষিণ আফ্রিকা), কনর এজতেরহুইজেন (দক্ষিণ আফ্রিকা), জর্জ লিন্ডে (দক্ষিণ আফ্রিকা), বায়ান্দা মাজোলা (দক্ষিণ আফ্রিকা), ত্রাভিন ম্যাথু (শ্রীলঙ্কা), বিনুরা ফার্নান্দো (শ্রীলঙ্কা), কুশল পেরেরা (শ্রীলঙ্কা), দুনিথ ভেল্লালাগে (শ্রীলঙ্কা), আকিম অগুস্তে (ওয়েস্ট ইন্ডিজ)।

ভারতীয় খেলোয়াড়: সাদেক হুসেইন, বিষ্ণু সোলাঙ্কি, সাবির খান, ব্রিজেশ শর্মা, কানিষ্ক চৌহান, অ্যারন জর্জে, জিক্কু ব্রাইট, শ্রীহরি নায়ার, মাধব বাজাজ, শ্রীবাস্ত আচার্য, যশরাজ পুঞ্জ, সাহিল পরখ, রোশান ভাগসারে, যশ ডিকোলকার, আয়াজ খানম ধ্রুমিল মাতকার, নামান পুষ্পক, পরিক্ষিত ভালশঙ্কর, পুরব আগারওয়াল, রিশাভ চৌহান, সাগর সোলাঙ্কি, আইজাজ সাওয়ারিয়া, আমান শেকাওয়াত।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top