শুক্রবার, ২৮শে নভেম্বর ২০২৫, ১৪ই অগ্রহায়ণ ১৪৩২

Shomoy News

Sopno


বাহরাইনকে হারিয়ে এশিয়া কাপের কাছাকাছি বাংলাদেশ


প্রকাশিত:
২৮ নভেম্বর ২০২৫ ১৬:০১

আপডেট:
২৮ নভেম্বর ২০২৫ ১৭:৫৭

ছবি : সংগৃহীত

চীনের চংকিনে এএফসি অ-১৭ বাছাই টুর্নামেন্টে বাংলাদেশের জয়রথ অব্যাহত। আজ বাহরাইনকে ২-১ গোলে হারিয়েছে যুবারা। বাংলাদেশের হয়ে বায়েজিদ ও মানিক একটি করে গোল করেছেন।

এএফসি অ-১৭ টুর্নামেন্ট বাছাইয়ের প্রতি গ্রুপ চ্যাম্পিয়ন আগামী বছর সৌদি আরবে মূল পর্বে খেলবে। এ গ্রুপে বাংলাদেশ চার জয় শেষে ১২ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে। এই গ্রুপের স্বাগতিক চীন আজ স্থানীয় সময় বিকেলে শ্রীলঙ্কার বিপক্ষে লড়বে। ওই ম্যাচ চীন জিতলে বাংলাদেশের সমান ১২ পয়েন্ট হবে।

৩০ নভেম্বর বাংলাদেশ-চীন দুই দলের ম্যাচটি গ্রুপের অঘোষিত ফাইনাল। বাংলাদেশ স্বাগতিক চীনকে হারাতে পারলে পুরুষ বয়স ভিত্তিক পর্যায়ে এশিয়ার শীর্ষ স্তরে খেলবে। চীন আজ শ্রীলঙ্কা হারালে পরের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ড্র করলেও গ্রুপ চ্যাম্পিয়ন হবে। কারণ পয়েন্ট ও হেড টু হেড সমান হলে গোল ব্যবধানে তারা এগিয়ে থাকবে।

বাংলাদেশ প্রথম তিন ম্যাচ তিমুরলেস্তে, শ্রীলঙ্কা ও ব্রুনাইয়ের সঙ্গে বেশ সহজেই জিতেছিল। তিন ম্যাচে ১৮ গোল করেছিল। আজ অবশ্য বাহরাইনের বিপক্ষে জয় পেতে বেশ কষ্টই হয়েছে ফয়সালদের। প্রথমার্ধে বাংলাদেশ একাধিক ফ্রি-কিক ও কর্নার পেলেও কোনোটিই গোল করতে পারেনি। ২০ ও ২৮ মিনিটে রিফাত কাজী দু'টি গোলের সুযোগ মিস করেন। ৩৪ মিনিটে বাংলাদেশের গোলরক্ষক একটি ভালো সেভ করেন। পরবর্তীতে ডিফেন্ডার কামাল গোললাইন থেকে বল ক্লিয়ার করে দলকে গোল খাওয়া থেকে রক্ষা করেন।

ম্যাচের তিনটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। ৪৭ মিনিটে মানিক দারুণ একটি ক্রস দেন, রিফাত শট নিলেও বাহরাইনের গোলরক্ষক তা রুখে দেন। ৫৯ মিনিটে সাব্বিরের লম্বা থ্রো-ইন বাহরাইন ডিফেন্ডাররা ক্লিয়ার করতে ব্যর্থ হলে বায়জিত বল পেয়ে শট নিয়ে গোল করেন। ৬৫ মিনিটে রিফাত আবারও ১:১ সুযোগ পেলেও বাহরাইন গোলরক্ষক সেভ করেন। ফিরতি বলে বায়জিত শট নিলেও গোলরক্ষক পুনরায় সেভ করেন।

৬৮ মিনিটে ফয়সালের নিখুঁত ক্রসে রিফাতের শট বাহরাইনের গোলরক্ষক আরেকবার দারুণ সেভ করেন। ৭২ মিনিটে ফয়সাল অসাধারণ একটি পাস দেন মানিককে। মানিক বল নিয়ন্ত্রণে নিয়ে দুর্দান্ত একটি লম্বা শটে দর্শনীয় গোল করেন। ৮৫ মিনিটে হোসেন জুবায়ের বাহরাইনের হয়ে একটি গোল করেন। ম্যাচের বাকি সময় বাংলাদেশ সর্তকতামূলক ফুটবল খেলে। এতে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়তে সক্ষম হয়।

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ জিতে বাংলাদেশ অ-১৭ দলের হেড কোচ গোলাম রব্বানী ছোটন বেশ উচ্ছ্বসিত। তিনি চীন থেকে এক ভিডিও বার্তায় বলেন,‌'আজ আমাদের কঠিন ম্যাচ ছিলবাহরাইন অনেক শক্তিশালী দল, তাদের ফুটবল ঐতিহ্য ভালোতাদের বিপক্ষে আমাদের ছেলেরা জয়লাভ করে ইতিহাস তৈরি করলশুরু থেকে আক্রমণাত্নকভালো ফুটবল খেলেছেপ্রথমার্ধে গোল না পেলেও দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া হয়অনেক সুযোগ তৈরি করে, দুই গোলে এগিয়ে যায়পরবর্তীতে এক গোল হজম করলেও সাহস এবং ধৈর্য্যর সঙ্গে খেলা শেষ করেছে। এজন্য ছেলেদের ধন্যবাদ জানাই।'


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top