বুধবার, ২৪শে সেপ্টেম্বর ২০২৫, ৮ই আশ্বিন ১৪৩২

Shomoy News

Sopno


কিংসের হোঁচট, পিছিয়ে পড়েও জিতল মোহামেডান


প্রকাশিত:
২৩ সেপ্টেম্বর ২০২৫ ১৯:১৩

আপডেট:
২৪ সেপ্টেম্বর ২০২৫ ০২:৩৩

ফাইল ছবি

ঘরোয়া ফুটবলের ঐতিহ্যবাহী টুর্নামেন্ট ফেডারেশন কাপ আজ (মঙ্গলবার) থেকে শুরু হয়েছে। উদ্বোধনী দিনে অনুষ্ঠিত হয়েছে ‘বি’ গ্রুপের দুই ম্যাচ। কিংস অ্যারেনায় বসুন্ধরা কিংস ১-১ গোলে ফর্টিজ এফসি’র সঙ্গে ড্র করেছে। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে মোহামেডান ৩-২ গোলে পরাজিত করেছে বাংলাদেশ পুলিশকে।

কিংস অ্যারেনায় ফর্টিজ ও কিংসের মধ্যকার ম্যাচটি প্রথমার্ধে গোলশূন্য ড্র ছিল। দ্বিতীয়ার্ধের তিন মিনিটে কিংসের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ডরিয়েল্টন গোল করেন। ৮৫ মিনিটে কিংসের নির্ভরযোগ্য ডিফেন্ডার তারিক কাজীর আত্নঘাতী গোলে সমতা পায় ফর্টিজ। কিংসের অধিনায়ক তপু বর্মণ মাঠের আঘাত পেয়ে খেলার মাঝপথে মাঠ ছাড়েন। তার আঘাত কতটুকু গুরুতর সেটা এখনও নিশ্চিত হওয়া যায়নি। কিংসের ইংল্যান্ড প্রবাসী ফুটবলার কিউবা মিচেল আজ স্কোয়াডে ছিলেন না।

বসুন্ধরা কিংস ফেডারেশন কাপের বর্তমান চ্যাম্পিয়ন। আজ প্রথম ম্যাচে তারা পয়েন্ট খুইয়েছে। গত মৌসুমে লিগ চ্যাম্পিয়ন হলেও ফেডারেশন কাপের গ্রুপ পর্বই পার হতে পারেনি মোহামেডান। তবে নতুন মৌসুমে দারুণ সূচনাই করেছে সাদা-কালো জার্সিধারীরা।

দিন চারেক আগে কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে চ্যালেঞ্জ কাপে বসুন্ধরা কিংসের বিপক্ষে হেরেছিল মোহামেডান। প্রথমার্ধে সমতা থাকলেও দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ হারায় আলফাজের শিষ্যরা। আজ ফেডারেশন কাপে হয়েছে উল্টো চিত্র। প্রথমার্ধে পুলিশ ২-১ গোলে এগিয়ে ছিল। দ্বিতীয়ার্ধে মোহামেডান আরও দুই গোল করে ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে।

এদিন মোহামেডানের জয়ের নায়ক ঘানার ফরোয়ার্ড স্যামুয়েল বোয়েটাং। প্রথমার্ধে একটি ও দ্বিতীয়ার্ধে জোড়া গোল করে তিনি সাদা-কালো জার্সিতে নিজের প্রথম এবং বাংলাদেশে চলতি মৌসুমে প্রথম হ্যাটট্রিক করেন। বোয়েটাং গত মৌসুমে রহমতগঞ্জের হয়ে খেলে ২১ গোল করে লিগের সর্বোচ্চ গোলদাতার স্বীকৃতি পেয়েছিলেন। পুলিশের হয়ে ইসা ফয়সাল ও ড্যানিয়েল একটি করে গোল করেছিলেন প্রথমার্ধে।

ফেডারেশন কাপে দশ দল দুই গ্রুপে খেলছে। গ্রুপ পর্যায়ে প্রতি দল খেলবে চারটি করে ম্যাচ। চার ম্যাচ শেষে দুই গ্রুপের দুই শীর্ষ দল পরবর্তী রাউন্ডে উঠবে। ‘বি’ গ্রুপের আরেক দল আরামবাগ ক্রীড়া সংঘ।

শুক্রবার শুরু হবে লিগের প্রথম রাউন্ড। শুক্র-শনিবার লিগের এক রাউন্ড খেলা হওয়ার পর জাতীয় দলের হংকং প্রস্তুতির জন্য ঘরোয়া লিগ তিন সপ্তাহের বেশি সময় স্থগিত থাকবে। ২৯ সেপ্টেম্বর থেকে জাতীয় দলের ক্যাম্প শুরু হতে পারে এশিয়ান কাপ বাছাইয়ে হংকংয়ের বিপক্ষে হোম-অ্যাওয়ে ম্যাচের জন্য।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top