শুক্রবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৫, ৪ঠা আশ্বিন ১৪৩২

Shomoy News

Sopno


ওল্ড ডিওএইচএস থেকে কাউন্সিলরশিপ পেলেন তামিম, বাকি কোন ক্লাবে কারা


প্রকাশিত:
১৯ সেপ্টেম্বর ২০২৫ ১১:০০

আপডেট:
১৯ সেপ্টেম্বর ২০২৫ ১৩:১২

ছবি সংগৃহীত

আগামী ৪ অক্টোবর অনুষ্ঠিত হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন। তার আগে বিসিবি নির্বাচনের জন্য কাউন্সিলর মনোনয়ন নেওয়ার সময়সীমা ছিল ১৯ সেপ্টেম্বর পর্যন্ত। তবে সেই সময়সীমা ২২ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। ইতোমধ্যে ওল্ড ডিওএইচএস ক্লাব থেকে কাউন্সিলরশিপ পেয়েছেন বিসিবির সভাপতি পদের জন্য আলোচনায় থাকা তামিম ইকবাল।

এর আগে ১৭ সেপ্টেম্বর কাউন্সিলর মনোনয়নের শেষ দিন ধার্য ছিল। পরবর্তীতে দুই দফা বাড়িয়ে ১৯ সেপ্টেম্বর করা হয়। আরেক দফা পাল্টে সেই সময় বেড়েছে ২২ সেপ্টেম্বর পর্যন্ত। কাউন্সিলরদের ভোটে নির্বাচিত হন বিসিবির পরিচালনা পর্ষদের পরিচালকরা। বিসিবির সংবিধান অনুযায়ী, ক্যাটাগরি-২ থেকে ঢাকার ক্লাবগুলো থেকে নির্বাচিত হবেন ১২ জন পরিচালক। তাদের ভোট দেবেন ৭৬ জন ক্লাব কাউন্সিলর।

এ ছাড়া আঞ্চলিক ও জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রতিনিধি থাকেন ক্যাটাগরি-১ থেকে। যেখানে দেশের ৬৪ জেলা ও ৮টি বিভাগের কাউন্সিলরদের ভোটে ১০ জন পরিচালক নির্বাচিত হন। ক্যাটাগরি-৩ ‘অন্যান্য প্রতিনিধি’ হিসেবে একজন এবং জাতীয় ক্রীড়া পরিষদ থেকে দু’জন বোর্ড পরিচালক মনোনীত হবেন। পরবর্তীতে ২৫ জন পরিচালকের ভোটে নির্বাচিত হবেন বিসিবি সভাপতি।

ঢাকার ক্লাব ক্রিকেট থেকে কারা কাউন্সিলরশিপের মনোনয়ন পেলেন তার অনেকটাই ঢাকা পোস্টের হাতে এসে পৌঁছেছে । যদিও বিসিবি থেকে এখনও কাউন্সিলরের অনুমোদন চূড়ান্ত হয়নি। ধারণা করা হচ্ছিল, তামিম ইকবাল গুলশান ক্রিকেট ক্লাব থেকে কাউন্সিলর হতে পারেন, শেষ পর্যন্ত হলেন ওল্ড ডিওএইচএস থেকে। এ ছাড়া শীর্ষ ক্লাব আবাহনীসহ আরও কয়েকটি ক্লাব থেকে কাউন্সিলর কে হবেন সেটি এখনও চূড়ান্ত নয়।

এখন পর্যন্ত কাউন্সিলরশিপ পেলেন যারা

প্রিমিয়ার ডিভিশন ক্লাব:

মোহামেডান স্পোর্টিং ক্লাব লি. — মাসুদুজ্জামান
গুলশান ক্রিকেট ক্লাব — মো. মিজানুর রহমান
অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব — মো. আনোয়ারুল ইসলাম
প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব — তানজিল চৌধুরী
পারটেক্স স্পোর্টিং ক্লাব — আজিজ আল কাইসার (টিটো)
শাইনপুকুর ক্রিকেট ক্লাব — আসিফ রাব্বানি

প্রথম বিভাগ ক্লাব:

সিটি ক্লাব — মো. মাইনুল হক মইন
অ্যাম্বার স্পোর্টিং ক্লাব — শওকত আজিজ রাসেল
খেলাঘর সমাজ কল্যাণ সমিতি — সাইফুল আলম নিরব
প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব — আবুল বাশার
ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাব — তামিম ইকবাল খান
কালাবাগান ক্রীড়া চক্র — মো. আব্দুল লতিফ
ওরিয়েন্ট স্পোর্টিং ক্লাব — শামসুন নাহার
আজাদ স্পোর্টিং ক্লাব — ডা. মোহাম্মদ সায়েম

দ্বিতীয় বিভাগ ক্লাব:

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান — মন্টু কুমার দত্ত
গুলশান ইয়ুথ ক্লাব লি. — ডা. মো. ওয়াহিদুজ্জামান (তামাল)
ইন্দিরা রোড ক্রীড়া চক্র — মো. রফিকুল ইসলাম বাবু
সাধারণ বীমা ক্রীড়া সংস্থা — মো. আমিনুল হক ভূঁইয়া
উদিতি ক্লাব — গোলাম মহিউদ্দিন
নবাবগঞ্জ ক্রিকেট কোচিং একাডেমি — মো. আনোয়ার হোসেন
রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদ — শাখাওয়াত হোসেন
বনানী ক্রিকেট ক্লাব — মিজানুর রহমান
নর্থ বেঙ্গল ক্রিকেট একাডেমি — মো. সাইফুল আলম
গোপীবাগ ফ্রেন্ডস এসোসিয়েশন — এ এইচ এম সাইফুল ইসলাম সপু
রায়েরবাজার অ্যাথলেটিক ক্লাব — মিনহাজ উদ্দিন খান

তৃতীয় বিভাগ ক্লাব:

প্রগতি সেবা সংঘ — সাব্বির আহমেদ
রাইজিং স্টার ক্রিকেট ক্লাব — এ.জি.এম. শামসুল হক
তেজগাঁও ক্রিকেট একাডেমি — সৈয়দ বোরহানুল হোসেন


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top