অঁরির রেকর্ডে ভাগ বসিয়ে ইতিহাস গড়লেন এমবাপ্পে
প্রকাশিত:
৬ সেপ্টেম্বর ২০২৫ ১১:৩৮
আপডেট:
৬ সেপ্টেম্বর ২০২৫ ১৪:৪৯

২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম ম্যাচে দুর্দান্ত সূচনা করেছে ফ্রান্স। শনিবার পোল্যান্ডের ভ্রোৎস্লাভ শহরের স্টাডিওন মিয়েস্কিতে ইউক্রেনকে ২-০ গোলে হারিয়েছে দিদিয়ের দেশঁর শিষ্যরা। এই ম্যাচে গোল করে ইতিহাস গড়েছেন রিয়াল মাদ্রিদের তারকা কিলিয়ান এমবাপ্পে।
ম্যাচের ৮৩তম মিনিটে এমবাপ্পের দুর্দান্ত একক প্রচেষ্টায় নিশ্চিত হয় ফ্রান্সের জয়। এটাই ছিল তার জাতীয় দলের জার্সিতে ৫১তম গোল। এর মাধ্যমে তিনি ছুঁয়ে ফেলেছেন ফরাসি কিংবদন্তি থিয়েরি অঁরির রেকর্ড। উল্লেখযোগ্য বিষয় হলো, যেখানে অঁরির এই রেকর্ড গড়তে লেগেছিল ১০৪ ম্যাচ, সেখানে এমবাপ্পে মাত্র ৭২ ম্যাচেই এই মাইলফলকে পৌঁছে যান। ফরাসি ফুটবল ইতিহাসে তার উপরে রয়েছেন কেবল অলিভিয়ের জিরুদ (৫৭ গোল)।
ম্যাচ শেষে মজার ছলে এমবাপ্পে বলেন, বিগ আপ, তিতি (অঁরি)। কিন্তু আমি এখন আপনাকে ছাড়িয়ে যেতে চাই। তবে এটা সত্যিই গর্বের বিষয়।
দেশঁ একাদশে সাতটি পরিবর্তন এনে দল সাজান, যা বেশ কার্যকর প্রমাণিত হয়। নতুনদের সমন্বয়ে আসে প্রথম গোলটি। পিএসজি ফরোয়ার্ড ব্র্যাডলি বারকোলা বাঁ দিক থেকে দুর্দান্ত একটি ক্রস বাড়ান, যেখান থেকে মাইকেল অলিসে ১১তম মিনিটে নিখুঁত শটে বল জালে জড়ান। প্রথমার্ধজুড়ে ছিল ফ্রান্সের একচ্ছত্র আধিপত্য। তারা গোলমুখে তিনটি শট নেয়, যেগুলো ছিল লক্ষ্যে নির্দেশিত; বিপরীতে ইউক্রেনের কোনো শটই পোস্টে যায়নি।
বিরতির পর ইউক্রেন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও ফরাসি রক্ষণভাগ ছিল দুর্ভেদ্য। আন্দ্রি শেভচেঙ্কোর শিষ্যরা বেশ কয়েকটি আক্রমণ করলেও গোলের দেখা পায়নি।
হাফটাইমে বদলি হিসেবে নামা উসমান দেম্বেলে পরে চোট পেয়ে মাঠ ছাড়েন, যা তার ক্লাব পিএসজির জন্য দুশ্চিন্তার খবর। তাকে বদলি করে নামানো হয় অভিষিক্ত হুগো একিতিকে।
ম্যাচ শেষে ফ্রান্স কোচ দিদিয়ের দেশঁ বলেন, আমাদের হারানোর অনেক কিছু ছিল। তাই এই জয় দিয়ে বাছাইপর্ব শুরু করা দারুণ ব্যাপার।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: