বুধবার, ৩রা সেপ্টেম্বর ২০২৫, ১৯শে ভাদ্র ১৪৩২

Shomoy News

Sopno


আবার হাসপাতালে কোচ, ভিয়েতনাম ম্যাচে মনোযোগ জায়ান-মোরসালিনদের


প্রকাশিত:
৩ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৩৯

আপডেট:
৩ সেপ্টেম্বর ২০২৫ ২০:৪১

ছবি সংগৃহীত

এএফসি অ-২৩ টুর্নামেন্টের বাছাইয়ে আজ বাংলাদেশ সময় বিকেল ছয়টায় স্বাগতিক ভিয়েতনামের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচে হেড কোচ সাইফুল বারী টিটুর পরিবর্তে সহকারী কোচ হাসান আল মামুন ডাগ আউটে দাঁড়াবেন। অসুস্থতায় আজ সকালে আবার টিটুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের ম্যানেজার শাহীন হাসান ভিয়েতনাম থেকে বলেন, ‘আজ সকালে তার অবস্থার অবনতি হয়। আমরা খেলার জন্য সাত ঘণ্টা হোটেলের বাইরে থাকব। এই সময় তাকে দেখার কেউ থাকবে না। তাই আবার হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে স্যালাইন চলছে ও অন্যান্য পরীক্ষা নিরীক্ষা করানো হয়েছে।’

এএফসি অ-২৩ টুর্নামেন্টে হেড কোচকে প্রো-লাইসেন্স হতে হয়। ডাগ আউটে দাঁড়ানো কোচের সনদ না থাকলে ফেডারেশনকে জরিমানা করে এএফসি। সহকারী কোচ হাসান আল মামুনের বি লাইসেন্স। তাই ম্যানেজার শাহীন আগেভাগে এএফসিকে বিষয়টি জানিয়েছে।

কাগজে-কলমে হেড কোচ টিটু থাকলেও মূলত হ্যাভিয়ের ক্যাবরেরাই অ-২৩ দল নির্দেশনা দিয়েছেন। ঢাকা থেকে নেপালের ফ্লাইট বিলম্ব হওয়ায় এখন ক্যাবরেরা ঢাকা থেকে হাসান আল মামুনের সঙ্গে নির্বিঘ্নে ঘণ্টাখানেক আলোচনা করতে পারবেন। এতে মামুন একাদশ গঠন ও ম্যাচ সিচুয়েশন নিয়ে পরামর্শ পাবেন।

হেড কোচ অসুস্থ হয়ে হাসপাতালে। স্বাভাবিকভাবেই দলের মানসিক পরিস্থিতি নাজুক। এরপরও মোরসালিন-জায়ানরা ভিয়েতনামের বিপক্ষে পয়েন্ট পাওয়ার প্রত্যাশায় রয়েছেন,‘খেলোয়াড়রা সবাই ম্যাচের দিকে ফোকাস। সবাই সবার দায়িত্ব সম্পর্কে অবগত। নিজেদের সেরাটা দিয়ে পয়েন্ট আদায় করতে চায়’-বলেন ম্যানেজার।

বাংলাদেশ কখনো এএফসি অনূর্ধ্ব-২৩ টুর্নামেন্টের মূল পর্বে খেলেনি। বাছাই পর্ব থেকে ১১ গ্রুপ চ্যাম্পিয়ন ও সেরা চার রানার্স আপ আগামী বছর সৌদি আরবে চূড়ান্ত পর্বে খেলবে। স্বাগতিক ভিয়েতনাম ছাড়া বাংলাদেশের গ্রুপে অন্য দুই প্রতিপক্ষ ইয়েমেন ও সিঙ্গাপুর।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top