বুধবার, ৩রা সেপ্টেম্বর ২০২৫, ১৮ই ভাদ্র ১৪৩২

Shomoy News

Sopno


আফগানিস্তানে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্য রশিদদের


প্রকাশিত:
২ সেপ্টেম্বর ২০২৫ ১৬:২৮

আপডেট:
৩ সেপ্টেম্বর ২০২৫ ০৩:২২

ছবি সংগৃহীত

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা ক্রমেই বাড়ছে। তালেবান-নেতৃত্বাধীন স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, এ পর্যন্ত অন্তত ১১০০ জন নিহত হয়েছেন এবং আরও দুই হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।

গত রোববার স্থানীয় সময় মধ্যরাতের কিছু আগে পূর্বাঞ্চলীয় জালালাবাদ শহরের সীমান্তবর্তী পার্বত্য অঞ্চলে ৬.০ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। যদিও এটি তুলনামূলকভাবে নিম্ন মাত্রার ছিল, তবে ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মাত্র ৮ কিলোমিটার গভীরে, যা ভূ-পৃষ্ঠে প্রবল কম্পন সৃষ্টি করে। একের পর এক আফটারশকও পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তোলে।

ভূমিকম্পের সময় অধিকাংশ মানুষ ঘরের ভেতরে ঘুমিয়ে ছিলেন। ফলে ভবন ধসে চাপা পড়ে বহু মানুষের মৃত্যু হয়েছে। দুর্গম অঞ্চল এবং ভূমিকম্পজনিত ভূমিধসে সড়কপথ বন্ধ হয়ে যাওয়ায় ক্ষয়ক্ষতির সঠিক চিত্র পেতে দীর্ঘ সময় লাগতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই পরিস্থিতিতে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন সে দেশের ক্রিকেটারেরা। আর্থিক সাহায্য করেছেন তাঁরা।

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে আফগানিস্তানের কুনার প্রদেশ। আফগানিস্তান ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে বলেছে, “এই কঠিন সময়ে কুনার প্রদেশের মানুষের পাশে রয়েছে আফগানিস্তানের ক্রিকেটারেরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচের ফি তাঁরা ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের দান করবেন। পাশাপাশি আরও আর্থিক সাহায্য করবেন ক্রিকেটারেরা।” বিবৃতিতে জানানো হয়েছে, আফগানিস্তানের খোস্ত প্রদেশে যে লিস্ট এ প্রতিযোগিতা চলছে, সেখানকার ক্রিকেটারেরাও ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্য করবেন।

এর আগে সোমবার খেলা শুরুর আগে আফগানিস্তান ও আমিরাতের ক্রিকেটারেরা মাঠে দাঁড়িয়ে নীরবতা পালন করেছেন। ভূমিকম্পে যাঁদের মৃত্যু হয়েছে তাঁদের আত্মার শান্তি কামনা করেছেন তাঁরা।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top