মঙ্গলবার, ২রা সেপ্টেম্বর ২০২৫, ১৮ই ভাদ্র ১৪৩২

Shomoy News

Sopno


সিরিজ হারের পর কঠিন চ্যালেঞ্জ ছোঁড়ার কথা বললেন ডাচ কোচ


প্রকাশিত:
২ সেপ্টেম্বর ২০২৫ ১০:৩৩

আপডেট:
২ সেপ্টেম্বর ২০২৫ ১৫:০৯

ছবি সংগৃহীত

প্রথম ম্যাচের মতোই দ্বিতীয় টি-টোয়েন্টিতেও রান করতে পারেননি নেদারল্যান্ডসের ব্যাটাররা। নাসুম আহমেদ-মুস্তাফিজুর রহমানদের সামনে ভালোভাবে দাঁড়াতেই পারেননি ডাচরা। দলটির টপ অর্ডার ভেঙে যায় তাসের ঘরের মতো। শেষ দিকে আরিয়ান দত্ত কিছুটা লড়াই করলে কোনোরকমে একশ পেরোয় সফরকারীরা।

দাপুটে ব্যাটিংয়ে সেই লক্ষ্য সহজেই পেরিয়ে যায় টাইগাররা। ৯ উইকেটের জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। তবে দলটির সহকারী কোচ রায়ান ভ্যান নিকার্ক বলেন ফিরে আসার কথা।

সিরিজ হারের পর সংবাদ সম্মেলনে নিকার্ক বলেন, ‘আমরা আমাদের দল নিয়ে গর্বিত। বাংলাদেশের মতো শীর্ষ দশের একটি দলের বিপক্ষে খেলাটা একটা বিরাট সুযোগ। আমরা ক্রিকেটের দেশ হিসেবে এখানেই থাকতে চাই, বিশ্বের সেরা সাদা বলের দলগুলোর বিপক্ষে খেলতে চাই। তাই সেই দৃষ্টিকোণ থেকে, আপনারা নিশ্চিত থাকতে পারেন যে আমরা মাঠে নামব এবং একটি কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দেব।’

বাংলাদেশকে দল হিসেবে আরও ভালো করতে হলে ব্যাটারদের আরও দায়িত্ব নিতে হবে সেটা মনে করিয়ে দিয়েছেন নিকার্ক, ‘সাদা বলের ক্রিকেটে অনেক দলই একে অপরের খুব কাছাকাছি চলে এসেছে। বাংলাদেশ ব্যাটিংয়ে যে ধারাবাহিকতা দেখাচ্ছে, তা তাদের ভালো অবস্থানে রাখবে। যদি কিছু তরুণ ব্যাটাররা দায়িত্ব নিতে পারে, যেমনটা তারা এই সিরিজে করেছে, আমি মনে করি এশিয়া কাপে তাদের ভালো সুযোগ থাকবে।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের বোলিং লাইনআপে খুব ভালো বৈচিত্র্য রয়েছে, যেমন বাঁ-হাতি ও ডান-হাতি বোলিংয়ের অপশন। তাদের তাসকিন আছে যে ১৩৫-এর বেশি গতিতে বল করে। তারপর ফিজ আছে যে তার সব বৈচিত্র্য নিয়ে আসে। তাদের মেহেদী আছে, যার অফ-স্পিন নতুন বলে খুবই মূল্যবান এবং সে ইনিংসের যেকোনো সময় বল করতে পারে। সুতরাং আপনি যখন তাদের আক্রমণের বৈচিত্র্য দেখবেন, আমার মনে হয় তারা সবসময়ই প্রতিদ্বন্দ্বিতা করবে।’


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top