এশিয়া কাপের আগে বড় পরিবর্তন ভারতের
প্রকাশিত:
৩০ আগস্ট ২০২৫ ১৩:১৩
আপডেট:
৩০ আগস্ট ২০২৫ ১৯:৩১

ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই-এর সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন রজার বিনি। তার স্থানে আপাতত বোর্ডের ভাইস-প্রেসিডেন্ট রাজীব শুক্লা কার্যকরী সভাপতির দায়িত্ব পালন করবেন। আগামী নির্বাচনের আগ পর্যন্ত তিনিই বোর্ডের শীর্ষ পদে দায়িত্ব পালন করবেন বলে নিশ্চিত করা হয়েছে।
ভারতীয় জনপ্রিয় সংবাদমাধ্যম ‘দৈনিক জাগরণ’ জানিয়েছে, ২০২২ সালের অক্টোবর মাসে সৌরভ গাঙ্গুলীর স্থলাভিষিক্ত হয়ে বোর্ডের সভাপতির দায়িত্ব নেন প্রাক্তন ক্রিকেটার রজার বিনি। তবে বোর্ডের সংবিধান অনুযায়ী, ৭০ বছর বয়স পার করলে কেউ আর প্রশাসনিক পদে থাকতে পারেন না। গত ১৯ জুলাই রজার বিনির বয়স ৭০ পেরোনোর ফলে, নিয়ম অনুযায়ী তাকে তার পদ থেকে সরে দাঁড়াতে হয়েছে। যদিও তার মেয়াদ ছিল আরও কিছুদিন বাকি।
উল্লেখযোগ্যভাবে, ভারতের জাতীয় ক্রীড়া আইন অনুসারে ৭৫ বছর বয়স পর্যন্ত প্রশাসনিক পদে থাকার অনুমতি রয়েছে। কিন্তু বিসিসিআই একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হওয়ায় তাদের নিজস্ব সংবিধানই কার্যকর। সেই নিয়মেই ৭০ বছর বয়স অতিক্রমের কারণে বিনিকে বাধ্য হয়ে পদত্যাগ করতে হয়েছে।
বিনির পদত্যাগের পরপরই বিসিসিআইয়ের অ্যাপেক্স কাউন্সিলের এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে সভাপতিত্ব করেন রাজীব শুক্লা। বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল স্পন্সরশিপ। বিশেষ করে, জনপ্রিয় ফ্যান্টাসি গেমিং প্রতিষ্ঠান ড্রিম১১-এর সঙ্গে বোর্ডের বর্তমান চুক্তি বাতিলের প্রস্তাব এবং নতুন স্পন্সর খুঁজে বের করার পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। আগামী দুই থেকে আড়াই বছরের জন্য নতুন স্পন্সর খুঁজে পাওয়াই বোর্ডের অন্যতম অগ্রাধিকার।
এই বৈঠকেই সিদ্ধান্ত হয়, বোর্ডের পরবর্তী সাধারণ সভা অনুষ্ঠিত হবে সেপ্টেম্বর মাসে। সেখানেই পরবর্তী স্থায়ী সভাপতি নির্বাচনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
রাজীব শুক্লা একজন অভিজ্ঞ রাজনীতিক ও ক্রীড়া প্রশাসক হিসেবে দীর্ঘদিন ধরে ক্রিকেট বোর্ডে যুক্ত রয়েছেন। তার অভিজ্ঞতা কাজে লাগিয়ে বিসিসিআইকে আগামী দিনে আরও সুসংগঠিতভাবে পরিচালনার আশা করা হচ্ছে।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: