যে ক্রিকেটারকে দলে নেওয়ায় নির্বাচকদের ধন্যবাদ দিলেন রাজিন
প্রকাশিত:
২৬ আগস্ট ২০২৫ ১৬:৩৬
আপডেট:
২৬ আগস্ট ২০২৫ ২০:০৫

এশিয়া কাপকে সামনে রেখে গত শুক্রবার ১৬ সদস্যের দল ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেদিনই ছিল এসিসির কাছে স্কোয়াড জমা দেওয়ার শেষ দিন। আর এই এশিয়া কাপ দিয়ে দীর্ঘ ৩ বছর পর বাংলাদেশের টি-টোয়েন্টির দলে ফিরেছেন নুরুল হাসান সোহান।
দেশের ঘরোয়া ক্রিকেটে সোহান নিয়মিত পারফর্মার। এই উইকেটকিপার ব্যাটার ঘরোয়া ক্রিকেটের প্রায় সব আসরেই নিজেকে প্রমাণ করে চলেছেন। এ ছাড়া দীর্ঘ দুই বছর পর ডাক পেয়েছেন সাইফ হাসানও। বলা চলে ঘোষিত দলের চমক এই ডানহাতি ব্যাটার। তাদের সুযোগ দেওয়ায় খুশি কোচ রাজিন সালেহ।
নির্বাচকদের দিয়েছেন ধন্যবাদও, 'নতুন যে টিমটা হয়েছে আমি তাদেরকে সাধুবাদ জানাই, যারা সিলেক্টর তাদেরকে ধন্যবাদ যে সোহানকে সুযোগ দেয়ার জন্য। সোহানের আসলে জায়গাটা প্রাপ্য এবং উনারা সঠিক সময়ে ওকে নিয়েছে এবং সাইফ হাসানকে সুযোগ দিয়েছে। আমি মনে করি টিম অনেক ভালো হয়েছে।'
এশিয়া কাপে বাংলাদেশ ভালো করবে, এমনটা প্রত্যাশা করছেন রাজিন, 'যখন পাঁচ মানে পান্ডব চলে গিয়েছে তখন তো অভিজ্ঞতা অবশ্যই কমে গিয়েছে। এটা আপনার বুঝতে হবে। বাট এখন যারা আছেন, বলবো না যে অভিজ্ঞতা নাই। কেননা যারা বাংলাদেশ টিমে খেলছে, বেশিরভাগই কিন্তু প্লেয়াররা চার-পাঁচ বছর খেলে ফেলেছে। তো আমি মনে করি না যে এখানে অভিজ্ঞতার অভাব আছে এবং যারা খেলতেছে তারা সক্ষম এবং তারা পারফর্ম করা অবশ্যই উচিত।'
'আমি বলছি না যে এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়ে যাক বাংলাদেশ টিম। আমাদের টিমটা যদি সেমিফাইনাল খেলে এবং ফাইনালে যায়, আমি মনে করি যে খুশি হবো। আমাদের এই টিমটা সেমিফাইনাল খেলার মত টিম এখন। আমি মনে করি যে অনেক অভিজ্ঞ দল এখন। কারণ এখানে ওপেনার থেকে শুরু করে আমি সোহান পর্যন্তই বলব অনেক অভিজ্ঞ এবং সাইফ হাসান অনেক অভিজ্ঞ, অনেক বছর ধরে ঘরোয়া ক্রিকেট খেলছে।'
ডিএম/রিয়া
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: