বৃহঃস্পতিবার, ১৪ই আগস্ট ২০২৫, ৩০শে শ্রাবণ ১৪৩২

Shomoy News

Sopno


বাগদান সারলেন শচীন টেন্ডুলকারের ছেলে অর্জুন, পাত্রী কে


প্রকাশিত:
১৪ আগস্ট ২০২৫ ১১:৪৮

আপডেট:
১৪ আগস্ট ২০২৫ ১১:৪৯

ছবি সংগৃহীত

ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি শচীন টেন্ডুলকারের ছেলে অর্জুন টেন্ডুলকারের জীবনের নতুন অধ্যায় শুরু করলেন। বুধবার মুম্বাইয়ে একটি ঘরোয়া অনুষ্ঠানে তিনি বাগদান সেরেছেন সানিয়া চান্দোকের সঙ্গে। সানিয়া হলেন মুম্বাইয়ের বিখ্যাত ব্যবসায়ী রবি ঘাইয়ের নাতনি। অনুষ্ঠানে দুই পরিবারের ঘনিষ্ঠ আত্মীয় ও কয়েকজন বন্ধু উপস্থিত ছিলেন, এমনটায় জনায় ভারতের একাধিক গণমাধ্যম।

ঘাই পরিবার ভারতের খাদ্য প্রক্রিয়াকরণ ও হোটেল ব্যবসায়ে বেশ নামকরা। তাঁদের মালিকানায় রয়েছে ইন্টারকন্টিনেন্টাল হোটেল এবং ব্রুকলিন ক্রিমারি আইসক্রিম ব্র্যান্ড। এই পরিবারের সঙ্গে নতুন সম্পর্কে জড়ালেন শচীন পুত্র অর্জুন।

২৫ বছর বয়সী অর্জুন একজন প্রতিভাবান ক্রিকেটার। বাঁহাতি পেস বোলার হলেও ব্যাট হাতেও দক্ষ তিনি। আইপিএল-এ মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলেন এবং ঘরোয়া ক্রিকেটে গোয়ার প্রতিনিধিত্ব করেন। প্রথম শ্রেণির ক্রিকেটে ১৭টি ম্যাচ এবং লিস্ট ‘এ’ ফরম্যাটে ১৮টি ম্যাচ খেলেছেন তিনি।

পাত্রী সানিয়া চান্দোক একজন সফল ব্যবসায়ী। নিজের একাধিক সংস্থার পাশাপাশি তিনি পারিবারিক ব্যবসার দায়িত্বও সামলান। সানিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব একটা সক্রিয় নন এবং সাধারণ জীবনযাপন পছন্দ করেন। জানা গেছে, অর্জুন ও সানিয়ার মধ্যে বেশ কিছুদিন ধরে সম্পর্ক ছিল। দুই পরিবারের সম্মতিতে তাঁরা বাগদানের সিদ্ধান্ত নেন।

শচীনের মেয়ে সারা টেন্ডুলকারের নিয়ে মাঝে মাঝে জল্পনা শোনা গেলেও অর্জুন নিয়ে এমন কোনো গুঞ্জন ছিল না। তাই তাঁর বাগদানের খবর সবাইকে চমকে দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অর্জুন ও সানিয়াকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন অনেকে। এখন সবাই অপেক্ষায়, দুই পরিবার কবে আনুষ্ঠানিকভাবে এই সুখবর ঘোষণা করবে!


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top