বুধবার, ১৩ই আগস্ট ২০২৫, ২৯শে শ্রাবণ ১৪৩২

Shomoy News

Sopno


রেকর্ডগড়া সেঞ্চুরিতে র‌্যাঙ্কিংয়ে তোলপাড় ব্রেভিসের


প্রকাশিত:
১৩ আগস্ট ২০২৫ ১৫:৪৬

আপডেট:
১৩ আগস্ট ২০২৫ ২৩:২৯

ছবি সংগৃহীত

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচ শেষে টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা টেনেছে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের সিরিজ জয়ের আশা বাঁচিয়ে রাখার পথে রেকর্ডগড়া সেঞ্চুরি করেছেন ডেওয়াল্ড ব্রেভিস।

দেশটির সর্বকনিষ্ঠ ও দ্বিতীয় দ্রুততম ব্যাটার হিসেবে সেঞ্চুরি এবং টি-টোয়েন্টিতে আফ্রিকার হয়ে সর্বোচ্চ রানের (১২০) ইনিংস খেলেছেন। যার বদৌলতে টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়েও তোলপাড় তৈরি করেছেন ব্রেভিস।

আজ (বুধবার) পুরুষ ক্রিকেটের বিভিন্ন ফরম্যাটে সর্বশেষ হালনাগাদকৃত র‌্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি। যেখানে বড় প্রভাব রয়েছে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ড-জিম্বাবুয়ে সিরিজে করা পারফরম্যান্সের। টি-টোয়েন্টি ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে ১০০ জনের বাইরে ছিলেন ব্রেভিস। ফর‌ম্যাটটিতে নবম ম্যাচ খেলতে নেমে রেকর্ডগড়া ইনিংস তাকে এক লাফে ৮০ ধাপ এগিয়ে দিয়েছে। বর্তমানে টি-টোয়েন্টি ব্যাটিংয়ে ব্রেভিসের অবস্থান ২১তম।

এ ছাড়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান সিরিজে দারুণ ফর্মে থাকা অজি ব্যাটার টিম ডেভিড ৬ ধাপ (প্রথমবার দশম স্থানে), ক্যামেরন গ্রিন ৬ ধাপ (১৭তম), প্রোটিয়া ব্যাটার ত্রিস্তান স্টাবস ১২ ধাপ (২৮তম) ও রায়ান রিকেলটন ৪৫ ধাপ (৮১তম) এগিয়েছেন। যথারীতি টি-টোয়েন্টি ব্যাটারদের শীর্ষে আছেন ভারতের অভিষেক শর্মা। এক ধাপ করে এগিয়ে দুই–তিনে আছেন যথাক্রমে তিলক ভার্মা ও ফিল সল্ট। ফরম্যাটটিতে বোলিং র‌্যাঙ্কিংয়ে শীর্ষ তিনে আছেন যথারীতি– জ্যাকব ডাফি, আদিল রশিদ ও আকিল হোসেন।

র‌্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন প্রোটিয়া তরুণ পেসার কেনা মাফাখা, ৬১ ধাপ এগিয়ে ৯১তম। এ ছাড়া অস্ট্রেলিয়ার বেন দারউইশ ৬০ ধাপ এগিয়ে ৬১তম, আফ্রিকার লুঙ্গি এনগিডি ১৪ ধাপ এগিয়ে ৫০তম এবং কাগিসো রাবাদা ১৫ ধাপ এগিয়ে ৪৪তম হয়েছেন। ওয়ানডে ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে এক ধাপ অবনতি হয়েছে বাবর আজমের, তার বর্তমান অবস্থান তৃতীয়। আর এক ধাপ এগিয়ে দুই নম্বরে বাবরের স্থলাভিষিক্ত হয়েছেন রোহিত শর্মা। যথারীতি শীর্ষে আছেন শুভমান গিল। এ ছাড়া ওয়েস্ট ইন্ডিজের এভিন লুইস ৯ ধাপ এবং পাকিস্তানের আব্দুল্লাহ শফিফের ৭ ধাপ উন্নতি হয়েছে।

ওয়ানডের বোলিং র‌্যাঙ্কিংয়ে ৫ ধাপ এগিয়েছেন ক্যারিবীয় স্পিনার গুদাকেশ মোতি (১২তম)। এ ছাড়া জেইডেন সিলস ২৪ ধাপ এগিয়ে ৩৩তম হয়েছেন। যথারীতি ওয়ানডেতে শীর্ষ তিন বোলার— মহেশ থিকশানা, কুলদীপ যাদব ও কেশভ মহারাজ। অন্যদিকে, টেস্টে ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে এগিয়েছেন রাচিন রবীন্দ্র (১৫ ধাপ এগিয়ে ২৩তম), ডেভন কনওয়ে (৭ ধাপ এগিয়ে ৩৭তম) ও হেনরি নিকোলস (৬ ধাপ এগিয়ে ৪৭তম)। যথারীতি টেস্টের শীর্ষ তিন ব্যাটার— জো রুট, হ্যারি ব্রুক ও কেইন উইলিয়ামসন।

টেস্টের বোলিং শীর্ষে আছেন জাসপ্রিত বুমরাহ ও কাগিসো রাবাদা। ম্যাট হেনরি একধাপ এগিয়ে তৃতীয় এবং একধাপ পিছিয়ে চারে নেমে গেছেন প্যাট কামিন্স।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top